এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে এবারের IPL চ্যাম্পিয়ন হবে কে? সামনে এল বড়সড় ভবিষ্যৎবাণী! জেনে নিন বিস্তারিত

করোনা আবহে এবারের IPL চ্যাম্পিয়ন হবে কে? সামনে এল বড়সড় ভবিষ্যৎবাণী! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরে করোনা সংক্রমনের কারণে বেশকিছু খেলার আসর বসতে পারেনি। এবারের করোনা সংকট কালে আইপিএলের আসর বসবে কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। কিন্তু সব রকম দুশ্চিন্তা দূর করে শেষ পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইপিএল টুর্নামেন্ট আর অল্প কিছুদিন বাদেই। এবার অনেকের মনে প্রশ্ন, এবারের আইপিএল খেলায় ফেভারিট টিম কে হবে? এ প্রসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট টিমের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন দিল্লি ক্যাপিটালস টিমের উপরে বাজি ধরেছেন। এবারের আইপিএলে ধারাভাষ্য দিতে দুবাইতে যাচ্ছেন ইনল্যান্ড টিমের এই প্রাক্তন ক্রিকেটার। সম্প্রতি তিনি ইংল্যান্ড- অস্ট্রেলিয়া সিরিজের ধারাভাষ্য দানে নিযুক্ত আছেন। ইংল্যান্ড টিমের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন বিশেষ ভাবে আস্থাবান দিল্লি ক্যাপিটালস এর উপরে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ” তারুণ্য এবং অভিজ্ঞতার দুরন্ত মিশ্রন রয়েছে দিল্লির টিমে। তাই শ্রেয়স আয়াররা চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু নেই।”

অন্যদিকে, এবারের আইপিএল খেলার সঙ্গে বিশেষভাবে যুক্ত হলো নয়া টেলিকম কোম্পানি উই বা V!‌। এই নতুন কোম্পানিটি আইপিএলের সম্প্রচারে কো–প্রেজেন্টিং সংস্থা হিসেবে কাজ করবে। প্রসঙ্গত, উই বা V!‌ কোম্পানিটি টেলিকম কোম্পানি ভোডাফোন ও আইডিয়ার সংযুক্তিকরনে তৈরি নতুন একটি টেলিকম কোম্পানি। গতকাল শনিবার আইপিএল টুর্নামেন্ট এর সম্প্রচারকারী কোম্পানি স্টার স্পোর্টস এর পক্ষ থেকে এই নতুন কোম্পানির যোগদানের বিষয়টি জানানো হয়েছে। এ প্রসঙ্গে স্টার স্পোর্টসের CEO গৌতম ঠাকার বলেছেন, ” ‌আগেও ভোডাফোন এবং আইডিয়া আমাদের সঙ্গে যুক্ত ছিল। এবার তাঁদের সংযুক্তিকরণের ফলে তৈরি নতুন সংস্থা উই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আইপিএল–এর সম্প্রচারের কো–প্রেজেন্টিং সংস্থা হিসেবে দেখা যাবে নতুন এই ব্র্যান্ডকে। আশা করছি, টুর্নামেন্টের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাঁরাও লাভবান হবে।’‌’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, পৃথিবী জুড়ে করোনা সংক্রমনের কারণে এ বছরের আইপিএল খেলা বেশ কিছুটা ভিন্ন হতে চলেছে। প্রসঙ্গত করোনা সংক্রমনের কারণে এবারের আইপিএল ম্যাচ করা হবে দর্শকশূন্য। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোন দর্শককে এবারে আর দেখতে পাওয়া যাবে না। দর্শকহীন ময়দানে খেলতে গিয়ে যাতে খেলোয়াড়েরা হতাশ ও বিমর্ষ না হয়ে পড়েন, সে কারণে অভিনব পন্থা অবলম্বন করা হচ্ছে। এবারের আইপিএল ম্যাচে চলাকালীন আইপিএল খেলোয়াড়েরা স্টেডিয়ামে বসে বসে থাকা তাঁদের সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসের পুরনো ভিডিও দেখতে পাবেন। সেইসাথে ৪, ৬ মারলে জায়ান্ট স্ক্রিনে দেখতে পাবেন চিয়ার লিডারদের ভিডিও। কোন কোন টিম আবার তাদের অনুগামীদের ছোট ছোট ভিডিও ক্লিপ পর্যন্ত দেখানোর ব্যবস্থা করবে জায়ান্ট স্ক্রিনে। দর্শক শুন্য স্টেডিয়ামের খেলতে এসে খেলোয়াড়দের যাতে অনুপ্রেরণার কোন ঘাটতি না হয় তাই এই অভিনব পন্থার অবলম্বন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!