এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে এখনই খোলা যাবে না শিক্ষায়তন, বিশেষ নির্দেশ হাইকোর্টের

করোনা আবহে এখনই খোলা যাবে না শিক্ষায়তন, বিশেষ নির্দেশ হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে। কিন্তু তৃতীয় ঢেউ যেকোনো সময় হানা দিতে পারে, এমন আশঙ্কা রয়েছে। এদিকে দেশের একাধিক রাজ্যের মত তেলেঙ্গানা রাজ্যে সংক্রমণ সম্প্রতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ থাকা স্কুল কলেজ খোলার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সরকারের এই প্রচেষ্টার উপর স্থগিতাদেশ জারি করেছে তেলেঙ্গানা হাইকোর্ট।

তেলেঙ্গানাতে আগামীকাল থেকে সমস্ত স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই সিদ্ধান্তের বিরোধীতা করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আজ এই মামলার শুনানি চলে তেলেঙ্গানা হাইকোর্টে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রমণ মোকাবিলা করতে শিক্ষা দপ্তর কি কি ব্যবস্থা গ্রহণ করেছে? আগে সেই বিষয়ে হলফনামা জারি করতে হবে। এছাড়া শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রাখতে শিক্ষাদপ্তর কতটা প্রস্তুত? সে কথাও জানতে চেয়েছে আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যতদিন না হলফনামা দিয়ে আদালতকে বিস্তারিত জানানো হবে, ততদিন পর্যন্ত তেলেঙ্গানাতে অনলাইনের মাধ্যমেই ক্লাস চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। তেলেঙ্গানা হাইকোর্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, স্কুল খোলা হলে অভিভাবক ও পড়ুয়াদের স্কুলে আসার জন্য কখনোই বাধ্য করা যাবে না। কোনো শিক্ষার্থীর পরিবার যদি মনে করে যে, এই সময় স্কুল-কলেজে তাদের ছেলে-মেয়ের যাওয়া উচিত নয়, তাহলে কোনভাবেই তাদেরকে জোর করে স্কুল কলেজে আনা যাবেনা।

ক্লাসে উপস্থিতি যদি কম হয়, সেক্ষেত্রেও কোনো রকম ব্যবস্থা নিতে পারবে না স্কুল, কলেজ কর্তৃপক্ষ। এভাবেই করোনা অবহে স্কুল কলেজ খোলা নিয়ে বিশেষ নির্দেশ তেলেঙ্গানা হাইকোর্টের। অন্যদিকে, পশ্চিমবঙ্গের পুজোর ছুটির পর স্কুল কলেজ খোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন পরিস্থিতির ওপর বিবেচনা করেই স্কুল কলেজ খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!