এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আবহে ফী দিতে না পারলেও ছাত্রদের জন্য বড়সড় নির্দেশিকা আদালতের! জানুন বিস্তারিত ভাবে

করোনা আবহে ফী দিতে না পারলেও ছাত্রদের জন্য বড়সড় নির্দেশিকা আদালতের! জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সোমবার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির মামলায় একটি যুগান্তকারী রায় জানালো হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির পর এক বিশেষ নির্দেশ দিয়েছে। যেখানে বলা হয়েছে, আর্থিক দুরবস্থার জন্য কোন অভিভাবক যদি তার সন্তানের জন্য জমা দিতে অপারগ হন তবে সেই শিক্ষার্থীকে কোনভাবেই বোর্ডের পরীক্ষায় বসা থেকে বঞ্চিত করা যাবে না। সেই শিক্ষার্থীর একটি বছরও যাতে নষ্ট না হয় সে ব্যাপারে নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই।

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে বহু মানুষ আর্থিক দুরবস্থায় পড়েছেন। তাই সময়মত স্কুলের ফি মেটাতে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে বেশকিছু অভিভাবককে। কিন্তু ফি হ্রাস করতে বেসরকারি স্কুলগুলি তেমন একটা উৎসুক ছিল না। এ কারণে বেসরকারি স্কুলগুলির অধিক ফি নেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। গতকাল ছিল এই মামলার শুনানি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে, হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কোন স্কুল কত শতাংশ ফি হ্রাস করবে তা ওই স্কুলের শিক্ষক ও কিছু অভিভাবক প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি নির্ধারণ করবে। পরবর্তীকালে দেখা যায়, এই পদ্ধতিতে কতটা ফি হ্রাস করা হবে, তা নির্ধারণ করতে যথেষ্ট সমস্যা ও বিতর্ক সৃষ্টি হচ্ছে। কারণ যে সমস্ত অভিভাবকেরা এই কমিটিতে আছেন, তাদের এ বিষয়ে মতান্তর দেখা দিচ্ছে।

এবার, এ প্রসঙ্গে গতকাল হাইকোর্ট জানালো যে, স্কুলগুলির ফি হ্রাসের বিষয়ে এই মামলায় অন্তর্ভুক্ত ১৪৫ টি স্কুল ইতিমধ্যেই একটি সার্বিক তিনি বা কাঠামো মেনে চলতে সম্মতি দিয়েছে। এ বিষয়ে পরবর্তীকালে তিনটি বিকল্প ব্যবস্থা হাইকোর্ট স্থির করবে। সেখানে থেকে যে কোন একটি ব্যবস্থা স্কুলগুলি বেছে নেবে।

অন্যদিকে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এর পক্ষ থেকে জানানো হলো যে, এই মামলার আগামী শুনানি ২৪ সে সেপ্টেম্বর করা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত নির্দেশ পরবর্তীতে জানাবে হাইকোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!