এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে জল্পনা বাড়িয়ে এবার কি পুরকর্মীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে চলেছে বাংলায়?

করোনা আবহে জল্পনা বাড়িয়ে এবার কি পুরকর্মীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে চলেছে বাংলায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কালে কর্মী সংকোচনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা পুরসভার। কলকাতা পুরসভায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। প্রসঙ্গত কলকাতা পুরসভার এমন অনেক কর্মী আছেন যাঁরা অবসর গ্রহণ করেছেন। কিন্তু অবসরের পরে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে পৌরসভায় এখনো তাঁরা কাজ করছেন। এমন অনেকেই আছেন যাদের রোস্টারে নাম আছে কিন্তু বেশ কয়েক মাস ধরে তারা অনুপস্থিত। তাদেরকে অপসারণের বিশেষ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার পার্সোনেল বিভাগ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা ও অধিকারিকেরা গত ৮ ই জুন থেকে ২২ সে জুলাই পর্যন্ত সময়ে কাজে ৭৫% উপস্থিতি রেখেছেন তাদেরকে অপসারণ করা হবে। তারা যদি বিশেষ গুরুত্বপূর্ণ কোন কারণে অনুপস্থিত থেকে থাকেন, কিংবা উচ্চ কর্তৃপক্ষের কাছে থেকে তাঁরা বিশেষ কোন অনুমোদন নিয়ে অনুপস্থিত থাকেন। তবে তাদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখবে পুরসভা। সেইসঙ্গে নতুন করে কোনো কর্মীর চুক্তি পুনর্নবীকরণ করা হবে না বলেও পুরসভার পক্ষ থেকে হয়েছে।

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার জনৈক শীর্ষকর্তা জানিয়েছেন, ” অনেকের বয়স হয়েছে। কোভিড পরিস্থিতিতে তাঁরা কাজে আসছেন না। ফলে অনেক জায়গায় কর্মী এবং আধিকারিকের অভাব দেখা দিচ্ছে। তাই তাঁদের সরিয়ে দেওয়ার ভাবনা-চিন্তা করা হয়েছে। যাঁরা কাজে আসছেন না, তাঁদের রেখে কী লাভ? তাঁদের বদলে প্রয়োজনে অন্যদের সুযোগ দেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগে সম্প্রতি প্রায় ১৫ হাজার চুক্তিভিত্তিক কর্মী কর্মরত। কিন্তু এতজন কর্মী কাজ করলেও তাদের কোন পূর্ণাঙ্গতালিকা পুরসভা কর্তৃপক্ষের কাছে নেই। তাই এ বিষয়ে একটি সুনির্দিষ্ট তথ্য ভাণ্ডার তৈরির সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। সম্প্রতি পুরো কমিশনার বিনোদ কুমারের নির্দেশে স্পেশাল কমিশনার এ বিষয়ে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় হয়েছে, কলকাতা পুরসভার প্রতিটি বিভাগকে সংশ্লিষ্ট বিভাগে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের তালিকা প্রস্তুত করতে হবে।

চুক্তিভিত্তিক কর্মীর তালিকা নির্মাণের এই নির্দেশ প্রসঙ্গে পুরসভার জনৈক আধিকারিক জানিয়েছেন যে, কলকাতা পুরসভার বহু ভুয়ো কর্মী কাজ করছেন বলে একাধিক বার অভিযোগ এসেছে। এক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের পূর্ণ তালিকা প্রস্তুত করা গেলে ভুয়ো কর্মীদের খুঁজে বের করা সম্ভব হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!