এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে কি এবার দেশের প্রবীণদের জন্য আসতে চলেছে বিশেষ সুবিধা? সুপ্রিম কোর্টের তলবে জল্পনা

করোনা আবহে কি এবার দেশের প্রবীণদের জন্য আসতে চলেছে বিশেষ সুবিধা? সুপ্রিম কোর্টের তলবে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফেব্রুয়ারির শেষ থেকে দেশজুড়ে শুরু হয় করোনা মহামারী। দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যেই শুরু হয় মৃত্যু মিছিল। হাসপাতালগুলো ভর্তি হয়ে ওঠে করোনা রোগীতে। একসময় তো জায়গার অভাব দেখা যায়। অন্যদিকে বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলে আসছিলেন, করোনাতে সবথেকে বেশি আক্রান্ত হবেন প্রবীণ মানুষেরা। এবং বিশেষজ্ঞদের কথা প্রমাণ করে হয়েছেও তাই। দেখা গেছে, করোনায় মৃতদের মধ্যে বেশিরভাগই প্রবীণ নাগরিক।

অন্যদিকে প্রবীণরা করোনা আক্রান্ত হলে তাঁদেরকে খাবার ওষুধ পৌঁছে দেওয়ার জন্য কিংবা মানসিক ভরসা দেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যগুলির পক্ষ থেকে, তা নিয়ে এবার রাজ্যগুলির কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, বিচারপতি অশোক ভূষণ দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে প্রবীণদের নিয়ে রাজ্যগুলি কি চিন্তা-ভাবনা করেছে বা কি ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে রিপোর্ট দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি অশ্বিনীকুমার নামে একজন ব্যক্তি সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন, প্রবীণ নাগরিকদের জন্য রাজ্য সরকারগুলির বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। সেই সূত্রেই সুপ্রিমকোর্ট রাজ্যগুলির কাছে জবাবদিহি চেয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সমস্ত রাজ্যেই প্রবীণ নাগরিকদের জন্য ব্যবস্থা গ্রহণ হয়েছে বলে জানা গেছে। যেহেতু প্রবীণ নাগরিকদের করোনা হবার আশংকা ছিল বেশি, তাই তাঁদের করোনা আবহে রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছিল, যা এখনও বলবৎ আছে।

বিভিন্ন রাজ্যে টোল ফ্রি নাম্বার ঘোষণা করা হয়েছিল। যেখানে ফোন করলে খাবার এবং ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছিল প্রবীণ নাগরিকদের। যেসব প্রবীণ নাগরিকরা বাড়িতে পুরোপুরি একা থাকেন, তাঁদের অবস্থাই সবথেকে খারাপ হয়েছে এই লকডাউন এবং করোনা মহামারীর কারণে। উপরন্তু একাকীত্ব এবং অবসাদ ঘিরে ধরেছে তাঁদের বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় প্রবীণদের দিকে বিশেষ নজর দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আর সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, এবার কি দেশের প্রবীণদের জন্য নতুন কোন সুবিধা আসতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!