এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে মানুষের পাশে দাঁড়াতে অভাবনীয় উদ্যোগ ভারতীয় রেলের

করোনা আবহে মানুষের পাশে দাঁড়াতে অভাবনীয় উদ্যোগ ভারতীয় রেলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণকালে মানুষের পাশে দাঁড়াতে অভাবনীয় উদ্যোগ নিল ভারতীয় রেল। স্টেশনের ওয়েটিং রুমকে রাতারাতি বদলে ফেলা হলো মেডিসিন সেন্টারে। মানুষের সাহায্যার্থে স্টেশনের সাধারণ ওয়েটিং রুমকে বদলে ফেলা হয়েছে মেডিকেল সেন্টারে। যেখানে স্বল্প মূল্যে পাওয়া যাবে ঔষধ, উপস্থিত থাকবেন চিকিৎসক, প্রয়োজন হলে আপৎকালীন চিকিৎসার ব্যবস্থাও থাকবে সেখানে। করোনা সংক্রমণ কালে রেলের এই বিশেষ উদ্যোগ বহু মানুষের প্রশংসা পেল।

করোনা সংক্রমণকালে রেলযাত্রীদের স্বল্প মূল্যে ওষুধ দিতে ও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। মেডিক্যাল সেন্টারে বদলে ফেলা হয়েছে ওয়েটিং রুমকে। এখানে স্বল্প মূল্যে পাওয়া যাবে প্রয়োজনীয় ওষুধ। চিকিৎসার ব্যবস্থাও এখানে থাকবে। ডাক্তারের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও পাওয়া যাবে। জানা গেছে ৮০ শতাংশ ছাড়ে এখান থেকে পাওয়া যাবে জেনেরিক ওষুধ। আপদকালীন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা থাকবে এখানে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি এই পরিষেবা দক্ষিণ মধ্য-রেলের সেকেন্দ্রাবাদ স্টেশনে চালু করা হলো। একদিকে মানুষকে সেবা দেওয়া, অন্যদিকে রেলের আয় বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি বেসরকারি ওষুধ নির্মাণ সংস্থাকে এর দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, সেকেন্দ্রাবাদ স্টেশনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হলো রেলের পক্ষ থেকে।

যদি এতে সফলতা আসে, তবে অন্যান্য জোনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতেও এই পরিষেবার চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করবে রেল কর্তৃপক্ষ। রেলের এই উদ্যোগকে বহু মানুষ স্বাগত জানিয়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে যদি এই পরিষেবা চালু করা যায়, তবে করোনা সংক্রমণ কালে বিশেষভাবে উপকৃত হবেন দেশের মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!