এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আবহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর! ঘুম উড়েছে প্রশাসনিক কর্তা থেকে তৃণমূল নেতাদের!

করোনা আবহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর! ঘুম উড়েছে প্রশাসনিক কর্তা থেকে তৃণমূল নেতাদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় পর মুখ্যমন্ত্রী আসতে চলেছেন উত্তরবঙ্গ সফরে। করোনা সংক্রমণকালে এটিই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। যদিও ইতিপূবে, নবান্ন থেকে ভার্চুয়াল ভাবে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সশরীরে তাঁর উপস্থিত হওয়া সম্ভব হয়নি, মূলত করোনা সংক্রমনের কারণেই। প্রসঙ্গত, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আবহাওয়া দপ্তর প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সতর্ক করায় কিছুদিনের জন্য উত্তরবঙ্গ সফর স্থগিত রাখেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি আসতে চলছেন।

শিলিগুড়ির উপকণ্ঠে মিনি সচিবালয় উত্তরকন্যাতে আজ আসবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল এই উত্তরকন্যা থেকেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামীকাল দুপুরে শুরু হতে চলেছে এই বৈঠক।

প্রসঙ্গত, একে তো করোনার হানায় নাজেহাল জলপাইগুড়ি। তার ওপর সম্প্রতি দেখা দিয়েছিল প্রবল বর্ষণ ও জলস্ফীতির ভ্রুকুটি। সদ্য প্রকৃতির রক্তচক্ষু থেকে নিষ্কৃতি পেয়ে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এই জেলা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে জলপাইগুড়ি জেলা প্রশাসনের ও জেলা প্রতিনিধিদের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু হল। জলপাইগুড়ি জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজের রিপোর্ট প্রস্তুতির কাজ জোরতার ভাবে শুরু হলো। জেলার বিভিন্ন প্রকলগুলির রিপোর্ট তুলে ধরা হবে মুখ্যমন্ত্রীকে।

আগামীকাল উত্তরকন্যার এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দিতে চলেছেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সেইসঙ্গেই এই জেলার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, কর্মাধ্যক্ষরা এই বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন । এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারি জানিয়েছেন যে, উপরমহল থেকে তাঁদের যেমন নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মোতাবেক কাজ করবেন তাঁরা। এর সঙ্গেই তিনি জানান যে, করোনা সংক্রমণের কারণে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যক্রম ব্যাহত হয়েছে। আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজগুলোকে দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন তাঁরা। এই বিষয়গুলি আগামীকালের বৈঠকে তাঁরা মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার তৃণমূল দলের সুপ্রিমোর এই বৈঠককে কেন্দ্র করে দলের নেতা- কর্মী সদস্যদের মধ্যেও শুরু হলো আগাম প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ জানিয়েছেন যে, করোনা পরিস্থিতির মধ্যেও এই জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ধারাবাহিকভাবে তাঁরা অব্যাহত রেখেছেন। এই আবহে মুখ্যমন্ত্রী বৈঠকের পূর্বে তাঁরা স্বভাবতই অত্যন্ত ব্যস্ত। এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, আগামীকালের বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি ও আটজন কর্মাধ্যক্ষ উপস্থিত থাকতে চলছেন।

ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী এ প্রসঙ্গে জানালেন, ” এই আর্থিক সঙ্কটের মাঝেও দিদি বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। আমাদের দিদি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে।” আবার এ প্রসঙ্গে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় জানালেন যে, করোনার সংক্রমণ কালেও উত্তরবঙ্গের উন্নয়ন স্তব্ধ হয়নি। জলপাইগুড়ি জেলার উন্নয়নকে ধরে তাঁরা সঠিক অর্থেই রাখতে পেরেছেন। মুখ্যমন্ত্রীকে এই সমস্ত বিষয়গুলি অবগত করতে চলেছেন তারা।

প্রসঙ্গত, আগামীকালের মুখ্যমন্ত্রীর বৈঠককে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তা, জনপ্রতিনিধিদের মধ্যে যেমন ব্যস্ততা তুঙ্গে, তেমনি জেলার আইন-শৃঙ্খলার বিষয় নিয়েও ব্যাপক প্রস্তুতি চলছে পুলিশকর্তাদের মধ্যে দ্রুতগতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!