এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে নতুন ভূমিকায় মদন মিত্র! হয়ে উঠেছে দিদির যোগ্য ভাই, উচ্ছাসিত অনুগামীরা

করোনা আবহে নতুন ভূমিকায় মদন মিত্র! হয়ে উঠেছে দিদির যোগ্য ভাই, উচ্ছাসিত অনুগামীরা


মদন মিত্র নামটা বহুল পরিচিত বাংলার রাজনীতিতে। একটা সময় মদন মিত্র বহুবার এসেছেন খবরের শিরোনামে। নেত্রীর সুযোগ্য অন্যতম সেরা সৈনিক থেকে রাজ্যের মন্ত্রী ও পরবর্তীকালে সারদা নারদা কাণ্ড অন্যতম।  একটা সময় তাঁকে বহুদিন হাজতবাস করতে হয়েছে। তবে সেসব অনেক পুরনো কথা। বর্তমানে তৃণমূল নেতা মদন মিত্র অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন ফেসবুক লাইভে এসে। সেখানে সাহায্যের জন্য তিনি তার ফোন নাম্বারটিও দিয়ে রেখেছেন। তবে এবার রাজ্যের করোনা পরিস্থিতিতে তাঁকে একদম অন্য রূপে দেখা যাচ্ছে বলে খবর।

এবার মদন মিত্র তাঁর নাম্বার দিয়ে প্রত্যেককে জানালেন, যে কোনো রকম সমস্যায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে। প্রাক্তন মন্ত্রী তাঁর নতুন ভূমিকা নিয়ে জানিয়েছেন, ‘লাইভ ছবিতে নেই। লাইভ প্রোগ্রামিংয়ে আছি। মানুষের পাশে আমি থাকবই।’ রাস্তায় বেরিয়ে এবং বাড়িতে বসে দুভাবেই তিনি এই মুহূর্তে কাজ করছেন করোনা পরিস্থিতিতে। এমনকি বিদেশ থেকেও তাঁর কাছে ফোন আসছে পরামর্শের জন্য বলে তিনি দাবি করেছেন। এই অবস্থায় তিনি প্রত্যেকের সঙ্গে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

বর্তমানে লকডাউন পরিস্থিতিতে তিনি কখনো দক্ষিণেশ্বর, আবার কখনো ভবানীপুরের বাড়িতে পৌঁছে যাচ্ছেন গাড়ি নিয়ে। তবে গাড়ি তিনি একাই চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং গাড়ি নিজেই স্যানিটাইজ করছেন বলে তিনি জানিয়েছেন। তাঁর রোজকার রুটিন সম্পর্কে তিনি জানান, তাঁর রুটিনে এখন বদল এসেছে। পাল্টে গিয়েছে তাঁর খাদ্যাভ্যাস। তার কারণ হিসেবে তিনি জানান, করোনা পরিস্থিতিতে বিভিন্ন ভাবে কাজ করতে গিয়ে সাধারণ জীবনযাত্রা পাল্টে গিয়েছে তাঁর। অন্যদিকে বর্তমানে তাঁর চেহারাতেও এসেছে আমূল পরিবর্তন। মেদবিহীন ছিপছিপে চেহারায় দেখা যাচ্ছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইদানীং বিশাল গোঁফজোড়াও গেছে উড়ে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বহুল আলোচনা চলচ্ছে বর্তমানে। এ প্রসঙ্গে অবশ্য তৃণমূল নেতা জানান, ‘অন্যকে সুস্থ থাকার কথা বলতে গেলে আগে নিজেকে সুস্থ থাকতে হবে। এক গাল দাড়ি, গোঁফ কি এখন ভাল দেখায়?’ অন্যদিকে এদিন তিনি হিসাব দিয়েছেন, প্রায় 500-600 সংগঠন চালান তিনি নিজে। এমনকি একাধিক ক্লাব, স্কুলের পরিচালন কমিটির ভারও নিজের কাঁধে তুলে নিয়েছেন। সেসব দিকে নজর রেখে তিনি এই মুহূর্তে বিশাল কিছু সময় পাচ্ছেন না নিজের জন্য।

তবে তিনি জানিয়েছেন, যতটুকু সময় পাচ্ছেন তিনি, সেটুকু পরিবারে তাঁর একমাত্র নাতির সঙ্গেই কেটে যাচ্ছে। মদন মিত্রের বর্তমান রোজনামচার দিকে নজর রেখে রাজনৈতিকমহল দাবি করছেন যে, আগামী দিনে আবার স্বমহিমায় রাজনীতিতে ফিরে আসার অপেক্ষায় মদন মিত্র। তারই কিছুটা আভাস মিলছে বর্তমানে। তবে মদন মিত্র কিন্তু বরাবরই সাধারণ মানুষের সংস্পর্শে থাকার জন্য বিভিন্ন মাধ্যমকে বেছে নিয়েছেন, সেকথা স্বীকার করছে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!