এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা আবহে রাজ্যের স্কুল নিয়ে বড়সড় সিদ্ধান্ত সরকারের, জেনে নিন

করোনা আবহে রাজ্যের স্কুল নিয়ে বড়সড় সিদ্ধান্ত সরকারের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি, দেশের একাধিক রাজ্যে করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। ভোটের মুখে পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, যা গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে রাজ্যের বিদ্যালয় নিয়ে এক বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমনের মাত্রাছাড়া বৃদ্ধির কারণে আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। প্রসঙ্গত রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন এখন চালু রয়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর আবার শুরু হয়েছিল বিদ্যালয়গুলিতে এই চার শ্রেণীর ক্লাস। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আবার সমস্ত স্কুল বন্ধ করে দেয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গরমের ছুটি এগিয়ে এনে স্কুল গুলি বন্ধ করে দেয়া হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদেরও বিদ্যালয়ের না আসার নির্দেশ দেয়া হয়েছে। স্কুলের পরিবর্তে অনলাইনে ক্লাস চালু করা হবে। অন্যদিকে করোনা সংক্রমনের কারণে সিবিএসই, আইসিএসই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!