এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে হাজার হাজার সরকারি নিয়োগ শুরু করতে চলেছেন মমতা

করোনা আবহে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে হাজার হাজার সরকারি নিয়োগ শুরু করতে চলেছেন মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা আবহে আবারও বড়োসড়ো চমক দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে ইতিমধ্যেই করোনার কারণে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে অনেকেই তাঁদের চাকরি হারিয়েছেন। জীবনযাত্রা রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠছে প্রতিদিন। সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এবার রাজ্যবাসীর কাছে নিয়ে এলো নতুন কাজের সুযোগ। সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হতে চলেছে ব্যাপকহারে। এমনিতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরে অপর্যাপ্ত ডাক্তার কর্মীর জন্য সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখোমুখি হতে হয় অনেক সময়।

এবার রাজ্যবাসী যাতে আরো ভালো স্বাস্থ্য পরিষেবা পায়, সে কারণেই স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়োগ বলে মনে করা হচ্ছে। আগামীদিনে স্বাস্থ্য দপ্তরে প্রায় 10 হাজার চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট নিয়োগ হতে চলেছে বলে জানা গেছে। করোনা য়াবহের শুরু থেকেই রাজ্য থেকে প্রচুর নার্স চলে যাওয়ায় বিপাকে পড়েছিল স্বাস্থ্য পরিষেবা। এবার নার্স এর জায়গা পূরণ করতে সাড়ে 6 হাজার নার্স নেওয়া হবে স্বাস্থ্য দপ্তরে বলে জানা গেছে। পাশাপাশি আড়াই হাজার চিকিৎসক নেওয়া হবে।

ইতিমধ্যেই 1000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই নিয়োগ প্রসঙ্গে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তাপস মন্ডল জানিয়েছেন, ‘স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাধিকারের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছেন। কারণ করোনা মোকাবিলা ও স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে নার্স ও চিকিৎসক নিয়োগের বিষয়টি জরুরি হয়ে পড়েছে। তাই দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করছি আমরা।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় আগামী 15 ই জুলাই নার্সরা ইন্টারভিউতে বসতে চলেছে। আগেই তাঁদের লিখিত পরীক্ষা হয়ে গেছে বলে জানা গিয়েছে। মোট 6 হাজার নার্স নিয়োগের জন্য ইন্টারভিউ নেবে হেলথ রেক্রুটমেন্ট বোর্ড। এরপর হবে ডাক্তার নিয়োগ। মেডিকেল অফিসার এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার দুই ক্ষেত্রে ডাক্তার নিয়োগ হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে সাবধানতা বজায় রেখেই ইন্টারভিউর আয়োজন করা হয়েছে বলে খবর।

ইন্টারভিউ এর বিষয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্ত হলো, প্রাথমিকভাবে কলকাতা ও লাগোয়া জেলার প্রার্থীরা ইন্টারভিউতে আগে আসবে। এরপর উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের প্রার্থীদের ডাকা হবে। এছাড়াও মোট চারটি টেবিলে 50 জন করে চাকুরী প্রার্থীরা ইন্টারভিউ দেবে বলে জানা গেছে। আগে এই টেবিলের সংখ্যা বেশী থাকত। কিন্তু বর্তমানে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানতে টেবিলের সংখ্যা কমানো হয়েছে বলে জানা গেছে। সামাজিক দূরত্ব মেনে প্রত্যেক চাকরিপ্রার্থীকে মাস্ক, স্যানিটাইজার এবং হেডশিল্ড পড়ে ইন্টারভিউতে আসতে হবে বলে নির্দেশ নামা জারি হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

এমন কি প্রত্যেককে স্যানিটাইজেশন করে অফিসে ঢোকানো হবে বলে জানা গেছে। এই নিয়োগ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মত, স্বাস্থ্য দপ্তরের এই নিয়োগ নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। অন্যদিকে নার্সিং পড়ুয়াদের সংখ্যাও দিন দিন বাড়ছে। কিন্তু নিয়োগ সেভাবে হচ্ছিল না। তাই এবার নিয়োগের খবরে কিছুটা হলেও স্বস্তি মিলছে স্বাস্থ্য মহলে। আপাতত করোনাকে পিছিয়ে দিয়ে স্বাস্থ্যপরিষেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুত রাজ্য সরকার বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!