এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে শাসক শিবিরকে চাপে ফেলতে গেরুয়া শিবিরের পঞ্চম ভার্চুয়াল বৈঠক

করোনা আবহে শাসক শিবিরকে চাপে ফেলতে গেরুয়া শিবিরের পঞ্চম ভার্চুয়াল বৈঠক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনকে ইতিমধ্যেই পাখির চোখ করেছে রাজ্যের গেরুয়া শিবির। নিজেদের রাজনৈতিক সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে তৎপর তাঁরা। অন্যদিকে শাসক দল তৃণমূল এই মুহূর্তে করোনা পরিস্থিতি সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজ্যের শাসক শিবিরের দুর্বলতা খুঁজে এবার আক্রমণের ধার বাড়াচ্ছে রাজ্য বিজেপি শিবির বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এই মুহূর্তে রাজ্যে গেরুয়া শিবির সাধারণের কাছে পৌঁছানোর জন্য করোনা আবহে বেছে নিয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এর আগে ভার্চুয়াল প্লাটফর্মে রাজ্যের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার বক্তব্য রাখলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। অন্যদিকে, শুধুমাত্র রাজ্যের গেরুয়া শিবিরের সাথে রাজ্য প্রশাসনের দ্বন্দ্ব যে সামনে আসছে তা নয়, রাজ্যের রাজ্যপাল বনাম রাজ্য প্রশাসনের দ্বন্দ্ব বহুদিন ধরেই খবরের শিরোনামে।

আর এই প্রসঙ্গে এবার মঙ্গলবার ভার্চুয়াল মিটিংয়ে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পুরো পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকেই দায়ী করলেন। সরাসরি অভিযোগ জানিয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে। এ প্রসঙ্গে এদিন অর্জুন রাম মেঘওয়াল বলেন, “সংবিধান বিরোধী কাজ করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী হিসাবে কাজ করছেন। ২০২১ সালে বাংলায় বিজেপির সরকার আসবেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, মঙ্গলবার ভার্চুয়াল মিটিংয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। খুব স্বাভাবিকভাবেই তিনিও রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন প্রবলভাবে। এবং তিনিও একইভাবে দাবি করেছেন, 2021 এর বিধানসভার মসনদ দখল করবে রাজ্যের গেরুয়া শিবির। এদিন বাবুল আরও বলেছেন, রাজ্যের সাধারণ মানুষের কাছে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে রাজ্যের শাসক শিবির। এবং কার্যদক্ষতার নিরিখে সাধারণ মানুষ হাত বাড়াচ্ছে গেরুয়া শিবিরের দিকে।

2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বেশ শক্ত ঘাঁটি তৈরি করেছে বিরোধী দল বিজেপি। সে সময় রাজ্যের শাসক দল তৃণমূল বেশ কিছুটা ব্যাকফুটে পড়ে যায়। 2021 এর বিধানসভা নির্বাচনকে তখন থেকেই পাখির চোখ করে রেখেছিল বিজেপি। আর সেই লক্ষ্যেই ক্রমাগত নিজেদের সংগঠনকে মজবুত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এ রাজ্যের গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম বিজেপি শিবিরের ভার্চুয়াল বৈঠক। এবং এই বৈঠকের মাধ্যমেই বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের স্পষ্ট অবস্থান তুলে ধরছে রাজ্যের বিজেপি শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!