এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > করোনা আবহে স্বাস্থ্যবিধি উড়িয়ে ফুটবল প্রতিযোগিতা, পুলিশের জালে ৪ বিজেপি নেতা! বিতর্ক বাংলায়

করোনা আবহে স্বাস্থ্যবিধি উড়িয়ে ফুটবল প্রতিযোগিতা, পুলিশের জালে ৪ বিজেপি নেতা! বিতর্ক বাংলায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনা সংক্রমনের কারণে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে সমস্ত রকম সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ও প্রশাসন। এই পরিস্তিতিতে বারাসাতে করোনা সংক্রমনের মধ্যেও ফুটবল খেলার আয়োজন এর অভিযোগ উঠে এলো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। গতকাল রবিবার বারাসাতে একটি ফুটবল খেলার আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। শেষপর্যন্ত স্থানীয় জনগণের অভিযোগে পুলিশ এসে সে স্থানে এসে পৌঁছায় ও খেলা বন্ধ করে দেয়। গ্রেফতার করে চারজন বিজেপি নেতাকে।

প্রসঙ্গত বারাসাত পৌরসভা এলাকায় করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বারাসাতে করোনা সংক্রমণ রোধ করতে রাজ্য সরকারের ঘোষিত লকডাউন ছাড়াও বারাসাত পৌরসভার পক্ষ থেকে এই এলাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে লকডাউন করা হচ্ছে। বাজার এলাকেকে কন্টেনমেন্ট জোন রূপে ঘোষণাও হয়েছে। কিন্তু এতকিছু করেও কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না করোনাকে। এখনো পর্যন্ত এই অঞ্চলের মোট করোনা আক্রান্তের সংখ্যা হাজারের উপরে চলে গেছে এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে গতকাল রবিবার বারাসাত শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ঘোলা-কাছারি রোডে অবস্থিত অভিযান খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ফুটবল খেলা দেখতে বেশ কিছু মানুষ এর সেখানে জমায়েত হয়। শেষপর্যন্ত গতকাল বিকেলে স্থানীয় কিছু জনগণ পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ এসে এই খেলা বন্ধ করে দেয়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, বিজেপি নেতারা কোন অনুমতি না নিয়ে এই ফুটবল খেলার আয়োজন করেছিলেন। সামাজিক দূরত্ব বিধিও তারা মান্য করেন নি। এই কারণে এই খেলার ৪ জন উদ্যোক্তাকে পুলিশ গ্রেফতার করেছে। সেই সঙ্গে সাউন্ড বক্স অন্যান্য সরঞ্জাম গুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রসঙ্গে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, ” সামাজিক দূরত্ববিধি মেনেই খেলার আয়োজন করা হয়েছিল। তাসত্ত্বেও পুলিস শাসকদলের মদতে খেলা বন্ধ করে দিয়েছে। আমাদের কর্মীদেরও গ্রেপ্তার করা হয়েছে। এদিন সকাল থেকেই খেলা চলছিল। তখন পুলিস কিছু বলেনি। দিনকয়েক আগে জেলাশাসকের অফিসের সামনে বিপুল ভিড় জমিয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্র বিরোধী কর্মসূচি করলেও পুলিস তা বন্ধ করেনি। আসলে পুলিস ও তৃণমূল সমার্থক হয়ে গিয়েছে।”

অন্যদিকে এ প্রসঙ্গে বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর তৃনমূল সদস্য অশনি মুখোপাধ্যায় বলেছেন, ” প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা সংক্রমণ ঠেকানোর চেষ্টা চালাচ্ছি। এই অবস্থায় সংক্রমণ বাড়তে পারে, এমন কর্মসূচি পালন করা উচিত নয়। ফুটবল প্রতিযোগিতাও তেমনই একটি কর্মসূচি ছিল। ওদের বোধবুদ্ধি কম। আরও আগে খেলা বন্ধ করা উচিত ছিল পুলিসের।” এভাবে বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূল ও বিরোধীদল বিজেপির মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!