এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আবহেই গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী! তীব্র জল্পনা শুরু রাজ্যে

করোনা আবহেই গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী! তীব্র জল্পনা শুরু রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের পরেই উত্তরবঙ্গ থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে শাসকদল তৃণমূল। সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। আর তার আগে উত্তরবঙ্গকে আবার ফিরে পেতে মরিয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত করোনার কারণে তিনি দীর্ঘদিন উত্তরবঙ্গ সহ রাজ্যের কোথাও সফর করতে পারেননি। তবে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শেষ থেকে যখন পরিস্থিতি কিছুটা সামলানো যাবে তখন থেকে তিনি সফর শুরু করবেন।

সেই মতোই আগামী সোমবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে যেতে চলেছেন উত্তরবঙ্গে। গত ছ’মাস পর এই প্রথম সরকারি কর্মসূচি শুরু হতে চলেছে সরাসরি। সেই মার্চ মাসের গোড়ায় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মালদা এবং কালিয়াগঞ্জে সফরে গিয়েছিলেন। তারপর গত সাড়ে ছয় মাস সমস্ত সফর বন্ধ ছিল। আবার নতুন করে সফর শুরু হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ 21 তারিখ। সূত্রের খবর, 22 তারিখ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় প্রশাসনিক বৈঠক রয়েছে উত্তরকন্যায়।

23 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে প্রশাসনিক বৈঠক হবে ভার্চুয়ালি। সরকারি সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সফরে সমস্ত রকম করোনাবিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক বৈঠকে যাতে সমস্ত রকম করওনা নিষেধাজ্ঞা মানা হয় সেদিকে নজর দেওয়া হবে। এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী যেহেতু জেলা সফরে করোনার কারণে যেতে পারেননি, তাই তাঁর নির্দেশ অনুযায়ী জেলাশাসকরাই স্থানীয় তরে বেশকিছু বৈঠক সেরে ফেলেছেন। প্রসঙ্গত, উত্তরবঙ্গে এই কয়েক মাসে শুধু করোনায় নয়, বন্যাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সবকিছু নিয়েই এবারের প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তবে করোনা আবহে জেলা সফর না করলেও মুখ্যমন্ত্রী কিন্তু নিজের অফিসে বসেই সমস্ত রকম কাজ সেরেছেন। কখনো জেলাশাসকের দপ্তরে, কখনো পুলিশ সুপারের দপ্তরে, আবার কখনো প্রত্যন্ত এলাকার কোন থানা আধিকারিক সম্পর্কে তাঁর কাছে তথ্য এসেছে যেরম, যেরকম সমস্যা উঠে এসেছে তাঁর কাছে, সেরকম ভাবেই তিনি নবান্নে বসেই সমাধান করেছেন। অন্যদিকে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জন্য এবার বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হবে এই সফরে।

মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, স্থানীয় জনগোষ্ঠী কামতাপুরী ছেলেমেয়েদের শিক্ষার জন্য চতুর্থ শ্রেণি পর্যন্ত নির্দিষ্ট পাঠ্যসূচির বই তৈরি হয়েছে। সে ব্যাপারেও ঘোষণা করবেন তিনি এই সফরে বলে জানা যাচ্ছে। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর এই জেলা সফর শুরু হতে চলেছে। উত্তরবঙ্গে গেরুয়া শিবিরকে কোণঠাসা করতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে ওয়াকিবহাল মহলের নজর থাকবে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী নতুন করে উন্নয়নের কথা শুনিয়ে ভোটবাক্সে কোন ছাপ ফেলতে পারেন কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!