এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে আগামী ৩০ তারিখ একঝাঁক বিজেপি শীর্ষনেতার ভাগ্য নির্ধারণ হবে? শুরু তীব্র জল্পনা

করোনা আবহে আগামী ৩০ তারিখ একঝাঁক বিজেপি শীর্ষনেতার ভাগ্য নির্ধারণ হবে? শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাম মন্দির এবং অযোধ্যা নিয়ে ভারতবর্ষে বহু চর্চা বহু রাজনৈতিক আন্দোলন সংগঠিত হতে দেখা গেছে। বহু প্রতীক্ষার পর অবশেষে কিছুদিন আগে রাম মন্দির সংক্রান্ত মামলার রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। যেখানে রাম মন্দির গড়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সম্প্রতি এই রাম মন্দিরের ভূমি পূজা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রাম মন্দির স্থাপনের ব্যাপারে শীর্ষ আদালত সবুজসংকেত দিলেও এখনও পর্যন্ত বাবরি মসজিদ ধ্বংসের মামলার শুনানি চলছে। আর সেই মামলাতেই এবার অস্বস্তিতে পড়তে চলেছেন একাধিক বিজেপির শীর্ষ নেতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামী 30 শে সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেবে বিশেষ সিবিআই আদালত। এই মামলায় যে সকল অভিযুক্ত রয়েছে, তাদের প্রত্যেককেই আগামী 30 তারিখ আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব।

প্রসঙ্গত উল্লেখ্য, 32 জন অভিযুক্তের মধ্যে রয়েছেন প্রাক্তন উপ প্রধান মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, কল্যাণ সিং, উমা ভারতীর মতোষ হেভিওয়েট বিজেপি নেতা নেত্রীরা। ফলে আগামী 30 শে সেপ্টেম্বর যদি আদালত এমন কোনো রায় দেয় যা এই সমস্ত বিজেপি নেতা নেত্রীকে বিপাকে ফেলে, তাহলে গেরুয়া শিবির অনেকটাই চাপে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান সময়ে রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট সবুজ সঙ্কেত দেওয়ার পর বিজেপির পক্ষ থেকে তা নিয়ে ব্যাপক গর্ববোধ করা হয়েছে। এমনকি কেন্দ্রের মোদি সরকার ক্ষমতায় আসার পর রাম মন্দিরের সমস্যার সমাধান হয়েছে বলেও প্রচার করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

কিন্তু এবার বাবরি মসজিদ ধ্বংসের মামলায় যেভাবে একাধিক বিজেপি নেতা নেত্রীর নাম উঠে এল, তাতে তারা যদি অস্বস্তিতে পড়েন, তাহলে বিজেপির পক্ষে তা অত্যন্ত চাপের হবে বলেই মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আগামী 30 সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি রায় দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!