এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বাংলার মন পেতে এবার বড়সড় পদক্ষেপের পথে অভিষেকের নেতৃত্বাধীন যুব-তৃণমূল

করোনা আবহে বাংলার মন পেতে এবার বড়সড় পদক্ষেপের পথে অভিষেকের নেতৃত্বাধীন যুব-তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা এবং দুর্যোগ পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্প্রতি বাংলার যুবশক্তি নামে একটি নতুন মঞ্চ গঠন করা হয়েছে। যে মঞ্চের মাধ্যমে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই রাজ্যের তরফে নির্দেশ পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় এই ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, 14 জনের একটি মঞ্চ তৈরি করে কাজ শুরুর ব্যাপারে তৎপরতা শুরু করে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস।

বস্তুত, করোনা পরিস্থিতি এবং ভয়াবহ দুর্যোগের প্রভাব অনেকটাই দক্ষিণ দিনাজপুর জেলায় পড়েছে। তাই এই অবস্থায় অনেক মানুষ বিপদের মধ্যে রয়েছেন।স্বাভাবিক ভাবেই কিছুদিন আগেই যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে “বাংলার যুবশক্তি” নামে একটি কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। তাই সেই কর্মসূচি মোতাবেক এখন জেলাস্তরে কমিটি গঠন করে কাজ শুরু করতে দিতে দিতে চাইছে দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস।

তবে যুব সংগঠনের মূল কাজের সঙ্গে এই কাজের কোনো মিল নেই বলে জানাচ্ছেন একাংশ। মূলত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যুবকদের মাধ্যমে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই এই বাংলার যুবশক্তি কর্মসূচি। তবে মুখে এই কর্মসূচিকে সাধারণ মানুষের সুবিধার জন্য দলমত নির্বিশেষে সকলকে সাহায্য করতে এগিয়ে আসার কথা বলা হলেও, বাস্তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেহেতু এই কর্মসূচি চালু হয়েছে, সেহেতু এর পেছনে তৃণমূলের আগামীদিনের শক্ত ভোটব্যাঙ্ক তৈরীর কৌশল রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃনমূলের সভাপতি অম্বরীশ সরকার বলেন, “করোনা পরিস্থিতি এবং ঝড়ে বিপর্যস্ত রাজ্য। এই সময় বাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনীতি শুরু করেছে। বাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে সাধারন মানুষকে ভুল বুঝিয়ে অশান্তির পরিবেশ তৈরি করছে। দলের তরফে আমাদের বলা হয়েছে, এখন রাজনীতি করার সময় নয়। রাজ্য নেতৃত্বের নির্দেশে দলের যুবশক্তি মঞ্চ তৈরি করা হয়েছে।

দলের যুবক কর্মীদের মধ্যে নিয়ে ব্লক ও শহরের জন্য 7 জনের কমিটি করা হয়েছে।সেই কমিটি আবার অঞ্চল কমিটি গঠন করছে। আমাদের কাজ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে জেলার প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ করা। কোনো ক্ষেত্রে যদি আমরা কোন সমস্যার সমাধান করতে না পারি, সেক্ষেত্রে রাজ্যস্তরে সমস্যা সম্পর্কে জানানো হবে।” তবে তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হলেও, তাকে পাল্টা কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “সরকারের কাজকর্ম নিয়ে যদি সাধারন মানুষ সন্তুষ্ট থাকেন, তবে এত জনসংযোগের দরকার কেন হচ্ছে? করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ রেশনের চাল থেকে বঞ্চিত হয়েছেন। বিজেপি সাধারণ মানুষের পাশে থাকতে চাইলেও, শাসকদল বাধা দিচ্ছে।” সব মিলিয়ে এখন “বাংলার যুবশক্তি” কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় কমিটি গঠন করে কাজ শুরু করা হলেও তা কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!