এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বারেবারে সামনে এসেছে পুলিশের বিদ্রোহ! সামাল দিতে বিশেষ পদে মমতা-ঘনিষ্ঠ অফিসার

করোনা আবহে বারেবারে সামনে এসেছে পুলিশের বিদ্রোহ! সামাল দিতে বিশেষ পদে মমতা-ঘনিষ্ঠ অফিসার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী পয়লা সেপ্টেম্বর এর দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবসের দিন। প্রতিবছর পুলিশ দপ্তরে এই দিনটি বেশ ঘটা করে পালিত হলেও, এবছর করোনা সংক্রমণের কারণে তা করার উপায় নেই। এই বছর এই অনুষ্ঠানটি হতে চলেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। পুলিশ অফিসার কে কে, কোন কোন দপ্তর থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তার তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। রাজ্যে করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান এবার সংক্ষিপ্ত হবে। বিভিন্ন জেলা, কমিশনারেট পুলিশ অবশ্য আলাদা করে অনুষ্ঠান পালন করতে পারবেন।

কিন্তু এবারের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। যা হলো, এবারের পুলিশ দিবসের অনুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকল্যাণ পর্ষদ বা ওয়েলফেয়ার বোর্ড এর আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন। প্রসঙ্গত কলকাতা রাজ্য পুলিশ কল্যাণ পর্ষদের নোডাল অফিসার হিসেবে নিয়োজিত হতে চলেছেন কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাস। যিনি রাজ্য প্রশাসনের উপরমহলের একজন বিরাট আস্থাভাজন হিসেবে যথেষ্ট পরিচিত আছেন। কলকাতা ও রাজ্য পুলিশের মধ্যে আগামী দিনে সমন্বয় সাধনের কাজটি তিনিই করতে চলেছেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পুলিশ দিবস অনুষ্ঠানে, এই পর্ষদের সূচনার পাশাপাশি পুলিশদের বেশ কিছু নির্দেশও দিতে পারেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত একাধিক কারণে রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যেও পুলিশ বাহিনী বারবার বিরোধিতা করেছে রাজ্য সরকারের। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল এবং সল্টলেকে সশস্ত্র বাহিনীর অফিসের অকস্মাৎ ঘটে যাওয়া বিক্ষভকে নিয়ন্ত্রণ করতে উচ্চপদস্থ পুলিশদের যথেষ্টভাবে বেগ পেতে হয়েছে। এমনকি বিক্ষোভ ঠান্ডা করতে সল্টলেকে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত যেতে হয়েছিল। এবার পুলিশদের হাতে রাখতেই পুলিশকর্মী ও তাদের পরিবারের জন্য সরকার পুলিশকল্যাণ পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেয়। মূলত, রাজ্য কলকাতা পুলিশের নিম্নস্তরের পুলিশকর্মীদের নানা অভাব-অভিযোগ, ক্ষোভ-বিক্ষোভ সমস্ত কিছু শোনা ও সেইসঙ্গে তাদের সমস্যার সুষ্ঠু সমাধানই হবে এই পুলিশকল্যাণ পর্ষদ এর কাজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সামনে কড়া নাড়ছে বিধানসভা ভোট। বিধানসভা ভোটের প্রাক্কালে পুলিশ কর্মীদের মধ্যে যাতে কোন ক্ষোভ-বিক্ষোভের উৎপত্তি না হয় তার কথা চিন্তা করেই রাজ্য সরকারের এমন একটি পুলিশ পর্ষদ গঠন করেছেন। সেই সঙ্গে নিজেদের আস্থাভাজন পুলিশ অফিসার শান্তনু সিংহ বিশ্বাস কেই নিয়েছেন এর শীর্ষে। একবার কলকাতা পুলিশ বাহিনীর এই প্রবল বিক্ষোভ সাফল্যের সঙ্গে ঠান্ডা করতে পেরেছিলেন শান্তনু সিংহ বিশ্বাস আর এর পর থেকেই তিনি রাজ্য সরকারের সুনজরে পড়েন।

প্রসঙ্গত পুলিশ কল্যাণ পরিষদের শীর্ষে শান্তনু সিংহ বিশ্বাস ছাড়াও রাজ্য কলকাতা পুলিশের থেকে দু’জন করে মোট ৪ জন প্রতিনিধি থাকছেন। নোডাল অফিসার শান্তুনু সিংহ বিশ্বাস ও তার সঙ্গে আরো চারজন অফিসার গতকাল নবান্ন গিয়ে ডিজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ সূত্রে জানা যায়, এই পর্ষদের সভাপতি দের অফিস, গাড়ি সহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করছে রাজ্য সরকার।

পুলিশদের মন পেতে, নিচু ও মাঝারি তলার পুলিশকর্মীদের এই পর্ষদের সদস্য করা করা হয়েছে। কলকাতা পুলিশের ৭ সদস্যের একটি কমিটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এর কমিটির আহ্বায়ক হয়েছেন সাব-ইন্সপেক্টর তপন কুমার মাইতি। এছাড়া একজন কনস্টেবল এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। প্রতিটি জেলা এবং স্থানীয় পুলিশ ইউনিটেও এমন করে কল্যাণ পরিষদ কমিটি গঠন করা হবে। তবে পরবর্তীকালে পুলিশের পদস্থ অফিসারকে এই পর্ষদের উপদেষ্টা হিসেবে নিয়োজিত করা হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!