এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আবহে ছোঁয়াচ এড়িয়ে দুর্নীতি রুখতে নজিরবিহীন পদক্ষেপ! জেনে নিন বিস্তারিত ভাবে

করোনা আবহে ছোঁয়াচ এড়িয়ে দুর্নীতি রুখতে নজিরবিহীন পদক্ষেপ! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দাপটে অনেকদিন ধরেই লকডাউন চলছে। আর এই লকডাউনের মুহূর্তে মানুষের রুজি-রুটি ব্যাপক সংশয়ের মুখে পড়েছে। কিভাবে সংসার চলবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে দীন দরিদ্র মানুষেরা। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশনের কথা ঘোষণা করা হয়। কিন্তু সেই রেশনিং ব্যবস্থা ক্ষেত্রে দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। যেখানে বিরোধীদের তরফে রাজ্যের শাসকদলের নানা নেতা এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়।

যার জেরে অস্বস্তিতে পড়ে শাসকদল। পরিস্থিতি সামলাতে নানা রকম কড়া ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায় রাজ্য সরকারের গলায়। আর এবার রেশনিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। জানা গেছে, এবার রেশনেও ওটিপি সিস্টেম আসতে চলেছে। যেখানে রেজিস্টার্ড নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। আর সেটি দোকানে দেখালেই পাওয়া যাবে রেশন। অনেকে বলছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করার পেছনে দুটি কারণ রয়েছে। একদিকে যেমন দুর্নীতি বন্ধ করা এবং অন্যদিকে করোনা পরিস্থিতিতে সরাসরি রেশন দোকানে গিয়ে যদি সংস্পর্শ হয় এবং তার ফলে সংক্রমণ না বাড়ে, তার জন্যই সরকারের এই উদ্যোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এতদিন করোনা আবহের মধ্যেও রেশনে কার্ড দেওয়া নেওয়া করতে হচ্ছিল। যার ফলে ছোঁয়াচের একটা ব্যাপার ছিল। কিন্তু এবার সেই সমস্ত কিছুকে বন্ধ করে সংক্রমণ যাতে বৃদ্ধি না হয়, তার জন্যই মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি সিস্টেম এনে রেশন দেওয়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এদিন এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এরকম বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, একদিকে দুর্নীতি এবং অন্যদিকে রেশনে মানুষে মানুষের সংস্পর্শে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল। তাই সেই দুর্নীতিকে বন্ধ করার পাশাপাশি এই সিস্টেমের মাধ্যমে সংক্রমণকেও বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। যার ফলে এই নয়া পদ্ধতি চালু করতে উদ্যোগী হচ্ছে রাজ্য। তবে যদি রাজ্য সরকারের এই উদ্যোগ সার্থক হয়, তাহলে তা অনেকটাই গ্রহণযোগ্য এবং সাধুবাদযোগ্য হয়ে দাঁড়াবে সকলের কাছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!