এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে এবারের স্বাধীনতা দিবস বিশেষভাবে পালন করে চমকে দিলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়

করোনা আবহে এবারের স্বাধীনতা দিবস বিশেষভাবে পালন করে চমকে দিলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা সংক্রমণের কারণে এবছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যেন অনেকটাই ছন্নছাড়া ও সংক্ষিপ্ত, বলা যেতে পারে নামমাত্র। তা সে রাজ্য কেন্দ্রই হোক কিংবা রাজ্যই হোক। এই আবহে দাঁড়িয়ে স্বাধীনতার পূর্বে স্বকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে রাজ্যের ও সেইসঙ্গে দেশের মানুষকে মুগ্ধ করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

তাঁর এই জাতীয় সংগীত পরিবেশনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব অল্পসময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছিল। আশঙ্ক মানুষ তাঁকে প্রশংসিত করেছিলেন তার এই উদ্যোগের জন্য। আর এবার দিল্লির সিআরপিএফ জওয়ানদের সঙ্গে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস দিবসের অনুষ্ঠান উদযাপিত করতে দেখা গেল হুগলি জেলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তাঁর এই উদ্যোগও দেশের মানুষের কাছে বহুল প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সংসদের কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লিতে অবস্থান করছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদ ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্পাদিকাও তিনিই। সংবাদ সূত্রে জানা গেছে নিজের লোকসভা কেন্দ্র হুগলিতে এ বছরের স্বাধীনতা দিবস পালন করার প্রবল ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সরকারি বিশেষ কিছু কাজের জন্যেই তিনি দিল্লি ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরতে পারেননি।

আর এ বিষয়টি নিয়ে তিনি বেশ দুঃখিতও ছিলেন। কিন্তু কথায় বলে, মানুষ যদি তার কোন কাজে প্রবল ইচ্ছাশক্তির যোগান দিতে পারে, তবে সেই মানুষ যেকোন অসাধ্য সাধন করে ফেলতে পারে। আর এই বিষয়টিই আবার প্রমান করে দেখালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এ বছরের স্বাধীনতা দিবস পালন করলেন তিনি দিল্লীর সিআরপিএফ ক্যাম্পে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গতকাল স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ততম অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কিছুটা সময় পরেই লকেট চট্টোপাধ্যায় দিল্লির চাণক্য পুরীতে অবস্থিত সিআরপিএফ জওয়ানদের ৫৫ নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে উপস্থিত হন। এই ক্যাম্পে কর্মরত আধা সামরিক বাহিনীর আধিকারিক ও জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তিনি উদযাপন করলেন এ বছরের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান।

স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান পালনকালে তিনি সর্বপ্রথমে জাতীয় পতাকা উত্তোলন করলেন। এরপরেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তিনি বিশেষ রূপে শ্রদ্ধা নিবেদন করলেন। আর এর পরেই তিনি করলেন বৃক্ষরোপণ এর অনুষ্ঠান। শুধু তাই নয় সিআরপিএফ জওয়ানদের সনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনের পর সম্প্রীতির চিহ্নস্বরূপ তাঁদের হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেট।

প্রসঙ্গত, বিজেপি রাজ্য সম্পাদিকা ও সাংসদের এই মানসিকতার মুখ দেখে প্রচন্ড আনন্দিত ও প্রীত হয়েছেন চাণক্যপুরীর ক্যাম্পে কর্মরত সিআরপিএফ আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা। অন্যদিকে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে এবছরের ৭৪ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে পেরে লকেট চট্টোপাধ্যায়ও যথেষ্ট আনন্দিত ও উচ্ছসিত।

এ প্রসঙ্গে তিনি বক্তব্য রেখেছেন, “সিআরপিএফ-সহ আমাদের সমস্ত নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা দেশরক্ষার কাজে সবসময় সামনের সারিতে থাকেন। প্রাকৃতিক বিপর্যয় হোক বা বিদেশি জঙ্গিদের আক্রমণ, নিজেদের জীবন বিপন্ন করে সব কিছুর মোকাবিলা করেন। তাঁদের আত্মবলিদানের জন্যই নিরাপদে থাকতে পারি আমরা। তাই আজকের এই বিশেষ দিনে আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করে দেশরক্ষার কাজে মোতায়েন মানুষগুলিকে সম্মান জানাতে চেয়েছিলাম। সেই উদ্দেশ্য পূরণ হওয়ায় অত্যন্ত গর্ব অনুভব করছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!