এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা আবহে টাকা নেই, তবুও এলাকা উন্নয়নে প্রায় কোটি টাকা খরচ না করে বিতর্কে বিজেপি সাংসদ

করোনা আবহে টাকা নেই, তবুও এলাকা উন্নয়নে প্রায় কোটি টাকা খরচ না করে বিতর্কে বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে লকডাউনের জেরে এখন প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু এবার মানুষের এই সংকটকালে টাকা পেয়েও ঠিকমত কাজ করছেন না বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলে নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে। যা নিয়ে এখন চরম সমস্যায় পড়েছে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, সাংসদ তহবিলের প্রথম পর্যায়ে আড়াই কোটি টাকার মধ্যে এখনও 86 লক্ষ টাকা পড়ে রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকার প্রস্তাব সাংসদ জগন্নাথ সরকার জমা না দেওয়ায় উঠতে শুরু করেছে প্রশ্ন। ইতিমধ্যেই নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সাংসদকে প্রকল্পের প্রস্তাব দেওয়া হলেও তা তিনি জমা করতেই পারেননি।

একাংশের মতে, জগন্নাথবাবু তার প্রস্তাব জমা না দিলেও তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র তার সাংসদ তহবিলের টাকা খরচের প্রস্তাব জমা দেওয়ার কথা বলেছেন। যার জেরে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি যে বিজেপির পক্ষ থেকে তৃণমূল উন্নয়ন করে না বলে দাবি করা হয়, সেই বিজেপি সাংসদ টাকা পেয়েও তার উন্নয়ন না করা সত্ত্বেও অপরদিকে তৃণমূল সাংসদ নিজের মত করে উন্নয়ন করে চলেছেন! তাহলে কি বিজেপি সাংসদের উন্নয়ন করার সদিচ্ছা নেই!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন সাংসদ তহবিলের টাকা তিনি খরচ করতে পারছেন না? এদিন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “আমার দিক থেকে সবকিছু করা হয়েছে। এরকম কিছু আমার জানা নেই‌। আমি কোনো চিঠি পাইনি‌। করোনার জন্য কিছু কাজ আটকে গিয়েছে। সেখানে আমার গাফিলতি ছিল না।” এদিকে এই প্রসঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “নিজের এলাকার উন্নয়ন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। উনি কেন সেই দায়িত্ব পালন করছেন না, সেই উত্তর উনিই মানুষকে দেবেন। এখানে আমার কিছু বলার নেই।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, করোনা আবহের মধ্যে মানুষের রুজি-রুটির ব্যাপক সংশয়ের মধ্যে পড়েছে। অনেকেরই ব্যবসা-বাণিজ্য লাটে উঠতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে বিভিন্ন প্রকল্প তৈরি করে নেতা, জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য করবেন, এটাই আশা করেছেন জনতা জনার্দন। কিন্তু সাংসদ তহবিলের অর্থে কাজ করানোর প্রস্তাব এখনও পর্যন্ত রানাঘাটের বিজেপি সাংসদ না করায় তার ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যার জেরে এবার বিজেপি সাংসদকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের পাওয়া অর্থ দিয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করলেও, কেন রানাঘাটের বিজেপি সাংসদ সমস্ত টাকা খরচ করতে পারছেন না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!