এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আবহে উত্তরবঙ্গে মমতা! দুই জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক! জেনে নিন!

করোনা আবহে উত্তরবঙ্গে মমতা! দুই জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সেই মার্চ মাস থেকে ভারতবর্ষে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। যার প্রকোপ আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গেও। আর করোনা ভাইরাসকে আটকাতে লকডাউন হওয়ার কারণে নানা ক্ষেত্র কার্যত সংশয়ের মুখে পড়তে শুরু করে। এমত পরিস্থিতিতে করোনা ভাইরাস কিছুটা স্থিতাবস্থা লাভ করার পরেই এবার প্রশাসনিক কাজে উদ্যোগী হয়ে নিজের সফর শুরু করে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী।

এমনিতেই অন্যান্য স্বাভাবিক সময়ে তার নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত কড়াকড়ি থাকে। কিন্তু এবার যেহেতু করোনা আবহ রয়েছে, সেহেতু স্বাস্থ্যবিধি মেনে আরও বেশি কড়াকড়ি করা হয়েছে মুখ্যমন্ত্রীর এবারের সফরে। তবে মুখ্যমন্ত্রীর এবারের সফরে বিভিন্ন জেলাকে নিয়ে যে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেখানে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা অবশ্যই জল্পনার সৃষ্টি করেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে।

সূত্রের খবর, মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উত্তরবঙ্গের বন্ধ চা বাগান থেকে শুরু করে পর্যটন শিল্প, 100 দিনের কাজ, স্বাস্থ্য পরিসেবা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। তবে সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তাই মুখ্যমন্ত্রীর এবারে প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো ঘোষণা করা হতে পারে বলেও মনে করছে একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার দুপুরে কলকাতা থেকে বিমান করে বাগডোগরায় এসে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে শিলিগুড়ি পুলিশ কমিশনার স্বাগত জানান তাকে। জানা গেছে, মুখ্যমন্ত্রীর এবারের সফরসঙ্গী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। এদিন বাগডোগরা থেকে মুখ্যমন্ত্রীর কনভয় উত্তরকন্যায় যায়। আর রাজ্যের প্রশাসনিক প্রধানকে স্বাগত জানাতে তৃণমূলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেমন রাস্তায় স্লোগান তোলা হয়েছিল, ঠিক তেমনই ঢাক বাজিয়ে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সোমবার মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এলেও এদিন তার কোনো কর্মসূচি ছিল না। তবে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে এখন তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। যেভাবে একের পর এক চা-বাগান বন্ধ হয়ে যেতে শুরু করেছে, তাতে এবারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে আলোচনা করতে পারেন বলে খবর। এছাড়াও নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে নদী ভাঙ্গন, স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো সহ শিল্প নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।

এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা বলেন, “বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য বন্ধ বাগানের শ্রমিকদের অবস্থা। ওদের মাথার ওপর ছাদ দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছি। সেই মত মুখ্যমন্ত্রী হয়ত এবার বন্ধ বাগানের শ্রমিকদের জন্য প্রকল্প ঘোষণা করতে পারেন।” অন্যদিকে এই ব্যাপারে জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, “2020-21 আর্থিক বছরে বাংলা সড়ক যোজনার লক্ষ্য পূরণ করা হয়েছে। 100 দিনের কাজের অগ্রগতি সন্তোষজনক। কৃষি, মৎস্য, বিদ্যুৎ, শিল্প প্রভৃতিতে অগ্রগতি হয়েছে। প্রশাসনিক বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরা হবে।” সব মিলিয়ে করোনা আবহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে দুই জেলাকে নিয়ে আজ প্রশাসনিক বৈঠকে কোনো চমকপ্রদক ঘোষণা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!