এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে বড়সড় ধাক্কা লাগতে চলেছে NPR থেকে জনগণনায়? সামনে এল বড়সড় তথ্য, জেনে নিন বিস্তারে

করোনা আবহে বড়সড় ধাক্কা লাগতে চলেছে NPR থেকে জনগণনায়? সামনে এল বড়সড় তথ্য, জেনে নিন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  চলতি বছরের ১লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে ২০২১-এর জনগণনা এবং তারই সঙ্গে এনপিআর-এর প্রথম পর্বের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মার্চের শেষ থেকেই করোনা আবহে গোটা দেশে এই প্রক্রিয়ায় স্থগিত ছিল। ইতিমধ্যে পাঁচ মাস কেটে গেলেও করোনার টিকা আবিষ্কার হয়নি। যার জেরে এই সঙ্কটকালীন পরিস্থিতিতে উক্ত কাজে স্থগিতাদেশ দেওয়ার পক্ষেই সম্ভবত কেন্দ্র চলছে চাইছে বলেই মনে হচ্ছে।

এই আইনের মাধ্যমেই দেশের কোনো নাগরিক জাতীয় পরিচয় পত্র পেয়ে থাকেন। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৩ সালের নাগরিকত্ব বিধি অনুযায়ী এই কাজ হিয়ে থাকে। স্থানীয় গ্রাম বা উপ-শহর, মহকুমা, জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। বিগত ছয় মাস বা তার বেশি সময় ধরে কোনও স্থানীয় অঞ্চলে বসবাসকারী বা পরবর্তী ছয়মাস ওই অঞ্চলে বসবাস করবেন এমন ব্যক্তিদেরই সাধারণত দেশের ‘সাধারণ নাগরিক’ বলে ধরা হয়। সেই অনুযায়ী জাতীয় নাগরিকপঞ্জিও তৈরির কাজ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে যে হারে প্রতিদিন দেশে করোনা সংক্রমণ নতুন রেকর্ড করছে, তা সামলাতে নাজেহাল অবস্থা কেন্দ্র সরকারের। তাই সূত্রের খবর অনুযায়ী, যতদিন নয় করোণা মহামারী খানিকটা আওতায় আসছে ততদিন জনগণনা বা জাতীয় নাগরিকপঞ্জি গঠনের কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এ প্রসঙ্গে মোদি সরকারের তরফ থেকে তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবুও আপাতত করোণা সংক্রমণ রোখাই যে তাদের মূল লক্ষ্য এমনটাই মনে করা হচ্ছে।

ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর একটি স্ট্যান্ডাডাইসড আমেরিকান মিডিয়া সংস্থা, যেটি বর্তমানে ওয়াশিংটনে অবস্থিত। এটি জনসংখ্যা গণনা সংক্রান্ত কাজে সাহায্য করে থাকে। তবে জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর আপডেট করার জন্য গত বছরই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। ২০১০ সালেই প্রথম এনপিআর তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে পরে ২০১৫ সালে আধার সংযুক্তিকরণের সময় এটি একবার আপডেটও করা হয় বলেই জানা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!