এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে গৃহবন্দী প্রায় সকলেই! তার মাঝেই বড়সড় সুখবর দিলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি

করোনা আবহে গৃহবন্দী প্রায় সকলেই! তার মাঝেই বড়সড় সুখবর দিলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দেশে করোনার সংক্রমণের কারণে অন্যান্য বছর গুলির চলতি বছরের এপ্রিল, মে মাসে আইপিএল ম্যাচের আসর দেশে অনুষ্ঠিত হতে পারেনি। শেষপর্যন্ত, আগামী সেপ্টেম্বর মাসে আরবদেশে এবারের আইপিএল ম্যাচের আয়োজন করতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এই খবর হাসি ফুটিয়েছে ক্রিকেট প্রেমীদের মুখে। আর এই আইপিএল নিয়েই আবার শোনা গেল আরো একটি খুশির খবর। প্রসঙ্গত, পুরুষ খেলোয়াড়দের আইপিএল ম্যাচের সঙ্গেসঙ্গেই মহিলা খেলোয়াড়দের টি-টোয়েন্টি টুর্নামেন্ট-এর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আর এই বিষয়েই আরো একধাপ এগিয়ে গতকাল অর্থাৎ রবিবারে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানালেন, পুরুষের পাশাপাশি এবার মহিলা খেলারদের জন্যেও আইপিএল ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেইমতো, তারা প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করতে চলেছে। মহিলাদের আইপিএল ম্যাচ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, “মহিলাদের আইপিএল করার ব্যাপারে আমাদের সব রকম পরিকল্পনা রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মহিলাদের আইপিএল করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের নভেম্বর মাসে হতে চলেছে মহিলাদের আইপিএল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে ভারতের মহিলা জাতীয় দলও সঠিক সময়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন বলে আশা রেখেছেন সৌরভ বাবু। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের জণৈক কর্তা জানিয়েছেন যে, আগামী বছরের ১ লা নভেম্বর থেকে ১০ ই নভেম্বরের মধ্যে ‘উইমেন্স চ্যালেঞ্জার্স কাপ’ নামে মহিলাদের আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছ থেকে এবছরে মহিলাদের আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবার সংবাদ শুনে আনন্দিত ও উচ্ছসিত হয়ে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সিনিয়র পেসার ঝুলন গোস্বামী বিসিসিআই ও সৌরভ গাঙ্গুলিকে একযোগে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!