এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > BREAKING NEWS- গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়ে গেল! মৃত প্রায় ২৭.৫ হাজার

BREAKING NEWS- গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়ে গেল! মৃত প্রায় ২৭.৫ হাজার

করোনা ভাইরাসের ভয়াল থাবায় গোটা বিশ্ব কার্যত অবরুদ্ধ। কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন করেও আটকানো যাচ্ছে না এর গতি। যেসব দেশে গোষ্ঠী সংক্ৰমণ শুরু হয়ে গেছে বা তৃতীয় অথবা চতুর্থ স্টেজে পৌঁছে গেছে করোনা সংক্ৰমণ – সেখানে অবস্থা আরও ভয়ানক।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ লক্ষ! একনজরে দেখে নিন করোনার ভয়ানক আক্রমনের শেষ পাওয়া তথ্য –

১. বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা – ৬ লক্ষ ১ হাজার ৫৩৬
২. বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা – ২৭ হাজার ৪৪১
৩. চিকিৎসায় সাড়া দিয়ে ভালো হয়েছেন – ১ লক্ষ ৩৩ হাজার ৪৫৪
৪. বর্তমানে মোট চিকিৎসাধীন – ৪ লক্ষ ৪০ হাজার ৬৪১
৫. অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা – ২৩ হাজার ৫৬৩

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে যে সব দেশে –
১. আমেরিকা – ১,০৪,২৫৬
২. ইতালি – ৮৬,৪৯৮
৩. চীন – ৮২,০৯৩
৪. স্পেন – ৬৫,৭১৯
৫. জার্মানি – ৫৩,৩৪০
৬. ফ্রান্স – ৩২,৯৬৪

৭. ইরান – ৩২,৩৩২
৮. ইংল্যান্ড – ১৪,৫৪৩
৯. সুইজারল্যান্ড – ১৩,১৩৮
১০. দক্ষিণ কোরিয়া – ৯,৪৭৮
১১. নেদারল্যান্ড – ৮,৬০৩
১২. অস্ট্রিয়া – ৭,৭১২

১৩. বেলজিয়াম – ৭,২৮৪
১৪. তুরস্ক – ৫,৬৯৮
১৫. কানাডা – ৪,৭৫৭
১৬. পর্তুগাল – ৪,২৬৮
১৭. নরওয়ে – ৩,৭৮০
১৮. অস্ট্রেলিয়া – ৩,৬৩৫

১৯. ব্রাজিল – ৩,৪৭৭
২০. ইজরায়েল – ৩,৪৬০
২১. সুইডেন – ৩,০৬৯
২২. চেক রিপাবলিক – ২,২৭৯
২৩. মালয়েশিয়া – ২,১৬১
২৪. আয়ারল্যান্ড – ২,১২১

২৫. ডেনমার্ক – ২,০৪৬
২৬. ইকুয়েডর – ১,৬২৭
২৭. চিলি – ১,৬২৭
২৮. লুক্সেমবার্গ – ১,৬০৫
২৯. জাপান – ১,৪৯৯
৩০. পোল্যান্ড – ১,৪৩৬

৩১. পাকিস্তান – ১,৪০৮
৩২. রোমানিয়া – ১,২৯২
৩৩. রাশিয়া – ১,২৬৪
৩৪. থাইল্যান্ড – ১,২৪৫
৩৫. দক্ষিণ আফ্রিকা – ১,১৭০
৩৬. ফিনল্যান্ড – ১,১৬৫
৩৭. ইন্দোনেশিয়া – ১,১৫৫
৩৮. সৌদি আরব – ১,১০৪

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!