এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনায় মৃত ব্যক্তিদের আত্মীয়রাও হচ্ছেন আক্রান্ত! রাজ্যে 2 ঘটনার পর বাড়ছে আতঙ্ক

করোনায় মৃত ব্যক্তিদের আত্মীয়রাও হচ্ছেন আক্রান্ত! রাজ্যে 2 ঘটনার পর বাড়ছে আতঙ্ক


যেদিন থেকে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে, সেদিন থেকেই সামাজিক দূরত্ব অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা। যার কারণে লকডাউন পর্যন্ত করা হয়েছে। তবে প্রথমদিকে কার শরীরে করোনা ভাইরাস হয়েছে তা ঠিকমতো ধরতে না পারায়, সেই ব্যক্তি সকলের সাথে অবাধে মেলামেশা করায় দিনকে দিন বাড়তে শুরু করেছে এই ভাইরাসের প্রকোপ। আর এবার করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের আত্মীয়দেরও ছাড়ছে না এই ভয়াবহ ভাইরাস।

বস্তুত, কিডনি এবং সেপটিসেমিয়ার সমস্যা নিয়ে গত 27 এপ্রিল হাওড়ার বারুইপুর এলাকার 73 বছরের এক বৃদ্ধ দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে ভর্তি হন। আর সেখানেই চিকিৎসা চলার সময় গত 30 এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট চলে আসে। আর এরপরই আক্রান্ত বৃদ্ধকে বারাসাত কদমগাছি করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হলে গত সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে এই বৃদ্ধের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার সাথে সাথেই তার পরিবারের দুই সদস্যকে পাঠিয়ে দেওয়া হয় হোম কোয়ারেন্টাইনে। যাতে কোনোভাবেই অন্য কারো সংস্পর্শে তারা না আসেন এবং কারও শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে না পারে, তার জন্য নেওয়া হয় পদক্ষেপ। কিন্তু এবার সেই বৃদ্ধের বাড়িতে থাকা একজনেরও করোনা ভাইরাস ধরা পড়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মৃত বৃদ্ধের বোনের শরীরে করোনা ভাইরাস বাসা বেধেছে। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির পরিবারের সদস্যের শরীরেও সেই ভাইরাস বাসা বাঁধায় এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র। তবে শুধু বানিপুর এলাকার নয়, উদয়নারায়নপুর এলাকাতেও একই পরিস্থিতি‌। জানা যায়, এখানেও এক ব্যক্তির করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার পরেই তার পরিবারের আরেকজনেরও করোনা রিপোর্ট পজিটিভ চলে আসে।

এক্ষেত্রে মৃতের ভাইপো করোনা আক্রান্ত বলে খবর। তবে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় হাসপাতালে সমস্ত নার্স থেকে স্বাস্থ্যকর্মী যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সকলেরই সোয়াব টেস্ট করা হচ্ছে। রাজ্যের দুই এলাকায় এই দুর্ঘটনা এখন আশঙ্কা বাড়াচ্ছে সকলের। এমনিতেই রাজ্যের করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে রাজ্য সরকারের যে বিবৃতির লড়াই, তাতে রক্তচাপ বাড়ছে সাধারণ মানুষের। তার উপরে এই দুই ঘটনা সামনে আসায় তা যেন আরও ভয় বাড়াল।

বিশেষজ্ঞরা বলছেন, যখন সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, রাজ্যে করোনা আক্রান্তরা সেরে যাচ্ছে, তখন মৃত ব্যক্তিদের পরিবারের যেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে এর ফলে সংক্রমিত হওয়ার আরও প্রবল সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন একাংশ। সেদিক থেকে রিপোর্ট পজিটিভ হওয়ার আগেই যদি কারো শরীরে এরকম কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে তার থেকে সকলকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!