এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গত এক সপ্তাহেই দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা ক্রমশ চিন্তার মেঘ কালো হচ্ছে বাংলার মাথায়

গত এক সপ্তাহেই দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা ক্রমশ চিন্তার মেঘ কালো হচ্ছে বাংলার মাথায়


প্রথমদিকে বাংলায় করোনা ভাইরাস এতটা ভয়াবহ আকার না নিলেও, যত দিন যাচ্ছে, ততই অবস্থা সংকটজনক হয়ে উঠছে পশ্চিমবঙ্গের। জানা গেছে, গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 47 জন ব্যক্তি। যার ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 504 জন। তবে কিছুদিন আগে পর্যন্ত বাংলায় করোনা ভাইরাস একটা স্থিতিশীল অবস্থান নিলেও, কেন হঠাৎ করেই তা বাড়তে শুরু করল!

এখন তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রত্যেকেই। জানা গেছে, এদিন মুখ্যসচিবের বক্তব্য অনুযায়ী গত সোমবার রাত করোনা পজেটিভের সংখ্যা ছিল 245 জন। কিন্তু সাত দিনের মধ্যেই তা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 109 জন ব্যক্তি। অন্যদিকে রাজ্যে মৃত্যুর সংখ্যা 12 থেকে 20 তে গিয়ে ঠেকেছে। যা কিছুটা হলেও আশঙ্কা বাড়াচ্ছে অনেকের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে গত সোমবার পর্যন্ত রাজ্যে 5 হাজার 469 নমুনা পরীক্ষা হলেও, এখন তা অনেকটাই বেড়ে 12 হাজার 43 টি নমুনা পরীক্ষা হয়েছে। অন্যদিকে গত সোমবার সাংবাদিক বৈঠক থেকে সরকারপক্ষের বক্তব্যে জানা গিয়েছিল যে, এখনও পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন 4460 জন রয়েছেন। কিন্তু সাতদিন পরে সেই সংখ্যাটা 5447 জনে দাঁড়িয়েছে। তবে এখনও পর্যন্ত বাংলা নয়টি জেলা করোনা মুক্ত বলে দাবি করছে সরকার।

ফলে একদিক থেকে আশার আলো তৈরি হয়েছে। কিন্তু টেস্ট না করা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। তবে কিছু কিছু আশার আলো দেখা যাওয়া সত্ত্বেও, দিনকে দিন করোনা আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে বাড়তে থাকায় গুঞ্জন বৃদ্ধি পাচ্ছে। বিরোধীদের বক্তব্য, সরকার এখনও করোনা প্রতিরোধ করতে সক্ষম নয়। আর তাই প্রথমদিকে লকডাউন ঠিকমত না মানার কারণে এখন রাজ্যের পরিস্থিতি ক্রমশ বেগতিক হচ্ছে।

যদিও বা সরকার পক্ষের বক্তব্য, যেহেতু কলকাতা মুম্বইয়ের মতোই বৃহৎ শহর, তাই এখানেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস। তবে সকলে সচেতন হলেই তা খুব সহজে আটকানো যাবে। কিন্তু যদি এই করোনা ভাইরাস দিনকে দিন ঊর্ধ্বমুখী হতে শুরু করে, তাহলে পরিস্থিতি সত্যিই হাতের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন রাজ্য প্রশাসনের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা চেষ্টা করছেন, করোনা ভাইরাস আয়ত্তে আনার। ফলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!