এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা নিয়ে বাড়ল আরও আতঙ্ক! এবার বাঘের শরীরেও মিলল সংক্রমণের প্রমান!

করোনা নিয়ে বাড়ল আরও আতঙ্ক! এবার বাঘের শরীরেও মিলল সংক্রমণের প্রমান!


প্রথম থেকেই করোনা ভাইরাস কোনো এক পশুর শরীর থেকে মানুষের শরীরে এসেছে বলে দাবি করেছিলেন একাংশ। তবে সেরকম কোনো তথ্য এখনও পর্যন্ত নিশ্চিত রূপ পায়নি। বর্তমানে করোনা ভাইরাস গোটা বিশ্বের নানা দেশে ত্রাস সৃষ্টি করে দিয়েছে। কিভাবে এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে, তা জানেন না কেউ। নেই কোনো প্রতিষেধক।

আর এমতাবস্তায় মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে এবার বাঘের শরীরেও পাওয়া গেল এই ভাইরাসের লক্ষণ। সূত্রের খবর, নিউইয়র্কের একটি চিড়িয়াখানায় একাধিক বাঘের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। জানা গেছে, প্রথমে প্রত্যেকটি বাঘের শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়। আর তারপরই তাদের পরীক্ষা করা হলে তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে বলে হদিস মেলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কিভাবে চিড়িয়াখানায় সুরক্ষায় থাকা বাঘের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করল? বিশেষজ্ঞরা বলছেন, চিড়িয়াখানার এক কর্মীর শরীর থেকেই এই ভাইরাস সেই পশুদের শরীরে ছড়িয়ে পড়েছে। তবে যে সমস্ত বাঘ এবং সিংহের শরীরে এই ভাইরাস বাসা বেধেছে, তাদের থেকে অন্যান্য পশুদের ইতিমধ্যেই আলাদা করে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম থেকেই পশুদের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সকলকে সতর্ক করা হয়েছিল। যদিও, এতদিন মনে করা হচ্ছিল এই সংক্ৰমন মানুষ থেকেই অন্য মানুষে ছড়িয়ে পড়ছে। কিন্তু, এখন যে পশুরাও এই মারণ ভাইরাসের থাবা থেকে নিশ্চিন্ত নয় – তা প্রমান হয়ে গেল। আর গোটা বিশ্বের বিভিন্ন দেশে যখন মানুষ আতঙ্কে, ঠিক তখনই পশুর শরীরে এই ভাইরাস সেই আতঙ্ককে অনেকটাই বাড়িয়ে দিল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!