এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সীতারাম ইয়েচুরির ছেলের, শোকের আবহ!

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সীতারাম ইয়েচুরির ছেলের, শোকের আবহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলে আশিস ইয়েচুরির। জানা গেছে, আজ সকালে টুইটে এই কথা নিজেই জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। স্বাভাবিক ভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নানা মহলে শোকের আবহ তৈরি হয়েছে। বলা বাহুল্য করোনা ভাইরাস বর্তমানে হু হু করে বাড়তে শুরু করেছে গোটা দেশজুড়ে। সমাজকর্মী থেকে শুরু করে সেলিব্রিটি, এমনকি রাজনীতিবিদদের শরীরে প্রবেশ করছে এই ভাইরাস। আর তার মাঝেই এই দুঃসংবাদ ব্যাপক আতঙ্কের সৃষ্টি করল।

সূত্রের খবর, আজ ট্যুইটে নিজের ছেলের মৃত্যু সংবাদ জানান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। যেখানে তিনি লেখেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোভিডে আক্রান্ত হয়ে আমার বড় ছেলে আশিস ইয়েচুরির আজ সকালে মৃত্যু হয়েছে।” যার ফলে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন থেকেই যদি পরিস্থিতি আয়ত্তে আনা না যায়, তাহলে পরবর্তীতে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সকলের কাছেই এখন সচেতনতার বার্তা দিতে শুরু করেছেন চিকিৎসক থেকে শুরু করে সরকার পক্ষ।

একাংশ বলছেন, প্রায় এক বছর আগেকার স্মৃতি আবার ফিরে আসতে শুরু করেছে গোটা দেশজুড়ে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বর্তমানে ভারতবর্ষে আছড়ে পড়েছে। বর্তমানে বেশ কিছু রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলার কারণে সেই ভাইরাসের প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর তার মাঝেই হেভিওয়েট রাজনীতিবিদ তথা সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পুত্র বিয়োগ শোকের আবহ তৈরি করল জাতীয় রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!