এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে শরীরে, বিধিনিষেধ মেনে চলতে নির্দেশ!

করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে শরীরে, বিধিনিষেধ মেনে চলতে নির্দেশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-  করোনা চলে গেছে একথা মনে করলেও তা যে আবারো আক্রমণ চালাতে পারে, সেই আশঙ্কার কথাই প্রকাশ করেছিলেন বিভিন্ন গবেষকরা। বস্তুত করোনার দ্বিতীয় ঢেউ যে, যেকোন দেশের উপরেই আসতে পারে সেই আশঙ্কা প্রকাশ করে মানুষকে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় লাগাম ছাড়া পরিস্থিতি থেকে সতর্ক হতে বলা বলা হয়েছিল।

তবে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় নিউ নরমালে বিভিন্ন দেশে আবারো মানুষকে আক্রান্ত হতে দেখা গিয়েছিল। সেইসঙ্গে আক্রান্তের সেই তালিকায় উঠে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নামও। এমন পরিস্থিতিতে আবারো লকডাউনের পথে হেঁটেছিল ফ্রান্স, স্পেন, আমেরিকার মতো দেশগুলো। সেইসঙ্গে ভারতবর্ষকে এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সাবধান হওয়ার কথা বলা হয়েছিল।

যেহেতু বর্তমানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, তাই আশা করা হয়েছিল এখন যদি মানুষ গাছাড়া ভাব দেখায় তবে আবারও সংক্রমণের আশঙ্কা থাকতে পারে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন এখনো শুধুই অপেক্ষা। তবে এরই মধ্যে করোনা ভাইরাস নিয়ে আশঙ্কার কথা শুনাতে শোনা গেল সেরাম ইনস্টিটিউটের কর্ণধারকে।

যদিও সেরাম ইনস্টিটিউটের তরফ থেকে আগামী বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই তিন মাসের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল, তবুও মাঝের এই সময়টায় মানুষের কাছে করোনা ভাইরাস কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সে কথাই শুনিয়েছেন তিনি। সেইসঙ্গে করোনা আক্রান্ত মানুষের অসুস্থ হয়ে যাওয়ার পরেও এই ভাইরাসের কারণে তাদের শরীরে যে দীর্ঘস্থায়ী অসুস্থতার তৈরি হচ্ছে সেই নিয়েও আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার টুইট করে একথাই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলার কথাও বলতে শোনা গেছে তাঁকে। এদিন টুইটে তিনি ব্লুমবার্গের একটি প্রতিবেদন শেয়ার করেন। সেখানে তাতে ফের একবার করোনা আক্রান্ত হওয়ার একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এরই সঙ্গে আক্রান্তদের ভবিষ্যতে আরও কী কী সমস্যার সম্মুখীন হতে হবে, তাও বলা হয়েছে বলে জানা গেছে।

এই রিপোর্টটি শেয়ার করার সঙ্গে তিনি জানিয়েছেন, ‘‌‘‌বর্তমানে বহু রিপোর্ট থেকে পরিষ্কার যে কোভিড–১৯ ভাইরাস মানবশরীরে দীর্ঘকালীন ক্ষতি করে। তাই ভাববেন না একবার সংক্রমিত হলেই আর হবেন না। কয়েকমাস পর ফের আক্রান্ত হতেই পারেন। তাই অবশ্যই সমস্ত সাবধানতা অবলম্বন করুন।” প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ লক্ষ ৯১ হাজার ৭৩১ হয়েছে। তবে এর মধ্যে ৭৯ লক্ষ ৫৯ হাজার ৪০৬ জন সুস্থ হয়ে গিয়েছেন বলেও জানা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!