এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আক্রান্ত নাড্ডা, মমতা দিলেন বড়সড় বার্তা

করোনা আক্রান্ত নাড্ডা, মমতা দিলেন বড়সড় বার্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার রাজনৈতিক মহলে করোনার থাবা। গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। গতকাল তাঁর করোনায় আক্রান্ত হবার খবর নিজেই জানিয়েছেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতির করোনা আক্রান্ত হবার খবর জানতে পেরেই, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সফরে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। পশ্চিমবঙ্গ থেকে ফিরে যাবার পরেই করোনা আক্রান্ত হলেন তিনি।

গত বুধবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। গত বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে গিয়েছিলেন তিনি। সেসময় হামলা চলে তাঁর কনভয়ে। বেশ কিছু বিজেপি নেতার গাড়িতেও চলে হামলা। যার ফলে সরগরম হয়ে ওঠে রাজ্যের রাজনীতি।

এরপর রাজ্যে তাঁর কর্মসূচি সমাপ্ত করে দিল্লি ফিরে যাওয়ার পর গতকাল রবিবার জে পি নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবর এলো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানিয়েছেন যে, তাঁর শরীরে করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পরই তিনি আইসোলেশনে গিয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানালেন তিনি। কিছুদিন ধরে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন জে পি নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জে পি নাড্ডার করোনা আক্রান্ত হবার খবর জানতে পেরে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখেছেন, ” জানতে পারলাম জেপি নাড্ডার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি এই কামনা করছি। শুভেচ্ছা রইল আমার। আমার প্রার্থনা রইল তাঁর ও পরিবারের প্রতি। ” পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে যেভাবে হামলা হয়েছে। যেভাবে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। সেদিক থেকে বিচার করলে, মুখ্যমন্ত্রীর এই টুইট সৌহার্দের বার্তা প্রকাশ করেছে বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি পূর্বের তুলনায় কিছুটা উন্নতি করলেও এখনো দেশে করোনার সংক্রমণ যথেষ্টই রয়েছে। শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৪ জন। শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৯১ জনের। গতকাল সকাল পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ লক্ষ ৫৭ হাজার ২৯ জন।

দেশে করোনায় মোট মৃত ১ লক্ষ ৪৩ হাজার ১৯ জন। অন্যদিকে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৯৩ লক্ষ ৫৭ হাজার ৪৬৪ জন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। শেষ ২৪ ঘন্টায় করোনামুক্ত হলেন ৩৩ হাজার ১৩৬ জন। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছেন করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ করে তুলতে। অন্যদিকে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে করোনার ভ্যাকসিনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!