এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আক্রান্তের শরীরে বাড়ছে আরও এক মারণ ভাইরাসের হানা, আশঙ্কা বিশেষজ্ঞ ও চিকিৎসক মহলে

করোনা আক্রান্তের শরীরে বাড়ছে আরও এক মারণ ভাইরাসের হানা, আশঙ্কা বিশেষজ্ঞ ও চিকিৎসক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে বিপদ কখনও একা আসে না। ইতিপূর্বে, করোনার বিপদকে আরো বাড়িয়ে তুলেছে ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, আর এবার আশঙ্কা বাড়াচ্ছে সাইটোমেগালো ভাইরাস। করোনা আক্রান্ত হয়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে শরীরে আক্রমণ ঘটছে সাইটোমেগালো ভাইরাসের। প্রবল জ্বর, কোলন আলসার, মলদ্বার দিয়ে রক্তক্ষরণ এর উপসর্গ। সাইটোমেগালো ভাইরাসের আক্রমণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরাজ্যেও হানা দিয়েছে এই ভাইরাস, যা থেকে আশঙ্কা বাড়ছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের।

চিকিৎসকেরা জানিয়েছেন, সাধারণত মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থেকে যায় সাইটোমেগালো ভাইরাস। সুপ্ত অবস্থায় এই ভাইরাস ভয়াবহ নয়। কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতা যদি অনেকটা কমে যায়, তবে এই ভাইরাস অতি সক্রিয় হয়ে ওঠে। করোনা আক্রান্ত হয়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ভাইরাস সক্রিয় হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে করোনা মুক্ত হবার পরে শরীরে হানা দিচ্ছে সাইটোমেগালো। ব্যাপকভাবে বংশবৃদ্ধি করে এই ভাইরাস মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে উঠছে। এখনো পর্যন্ত কলকাতায় ১১ জন ব্যক্তির দেহে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। যাদের মধ্যে মৃত্যুও ঘটেছে একজনের। কলকাতার আগেই দিল্লি, পুনের মতো একাধিক শহরে এই ভাইরাসের সংক্রমনের খবর পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিকিৎসকেরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ১১ জনের দেহে এর সন্ধান মিললেও, আরও বেশি মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করতে রক্তের ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়। যার খরচ চার থেকে পাঁচ হাজার টাকা। এছাড়া, রাজ্যের সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে এই পরীক্ষার বন্দোবস্ত নেই। যে কারণে অনেক ক্ষেত্রে রোগীদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। যার ফলে বাড়ছে তীব্র বিপদ। এ কারণে করোনা আক্রান্ত ব্যক্তিদের অধিক সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্যা অল্প থাকতেই চিকিৎসকের পরামর্শ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সাইটোমেগালো ভাইরাস আক্রান্ত হলে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। হঠাৎ করে প্রবল জ্বর এর অন্যতম লক্ষণ, এছাড়া কোলন আলসারের সমস্যা, মলদ্বার থেকে তীব্র রক্তক্ষরণ দেখা যায় এই ভাইরাসের সংক্রমণে। চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের কোন সমস্যা দেখা দিলেই দ্রুত যোগাযোগ করতে। বিশেষত, করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে এই সংক্রমণের সম্ভাবনা অধিক রয়েছে। সাইটোমেগালো ভাইরাসের সংক্রমনে রাজ্যে এক ব্যক্তির মৃত্যুও ঘটেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!