এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিনের তৃণমূল নেতার মৃত্যু, রাজনৈতিক মহলে শোকের ছায়া

করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিনের তৃণমূল নেতার মৃত্যু, রাজনৈতিক মহলে শোকের ছায়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যতই রাজ্য সরকার করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলে আওয়াজ তুলুক, কিংবা সিনেমা হল, মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করুক, করোনার আশঙ্কা কিন্তু এখনো রয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্তাব্যক্তিরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন করোনায় এবং পশ্চিমবাংলায় দেখা গেছে বহু রাজনৈতিক নেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সে রকমই একজন হলেন শ্যামল বিশ্বাস।

আলিপুরদুয়ারের মান ব্লকের ক্রান্তি সাংগঠনিক কমিটির সভাপতি হলেন শ্যামল বিশ্বাস। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। এরপরই চিকিৎসার জন্য প্রথমে তাঁকে 18 সেপ্টেম্বর শিলিগুড়ির একটি নামী নার্সিংহোমে ভর্তি করা হয়। কয়েক দিন যেতে না যেতেই বোঝা যায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি বুঝে তাঁকে ওই বেসরকারি নার্সিংহোম থেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির কাওয়াখালির কোভিড হাসপাতালে। সেখানেও শ্যামল বিশ্বাসের শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি বরং আরো খারাপের দিকে এগোয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে তাঁকে কাওয়াখালির কোভিড হাসপাতাল থেকে পরবর্তীকালে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোমে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে কোভিড সংক্রামিত হয় মারা গেলেন দীর্ঘদিনের তৃণমূল নেতা শ্যামল বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 55 বছর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইভাবে রাজনীতির অলিন্দেও শোকাবহ পরিস্থিতি। অন্যদিকে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীরা করোনা আক্রান্ত হচ্ছেন বলে খবর।

এই অবস্থায় দুর্গা পুজো নিয়ে রাজ্য সরকার নতুন নিয়মাবলী প্রকাশ করেছে। বিভিন্ন মহলে তাই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, করোনা পরিস্থিতি কিন্তু এখনো আশঙ্কাজনক বাংলায়। এই অবস্থায় দুর্গাপুজোর ভিড় বাড়লে পরিস্থিতি যে আরও সংকটময় হয়ে উঠবে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। রাজ্যের স্বাস্থ্যমহলের দাবি অবশ্য অন্য। জানা যাচ্ছে, রাজ্যের করোনা আক্রান্তের তুলনায় ক্রমশ বাড়ছে সুস্থতা। কিন্তু বিশেষজ্ঞদের দাবী, ঢিলেমি দিলেই কিন্তু করোনা আবার আগের আবস্থায় ফিরে আসবে আরও ভয়ংকর হয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!