এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হেভিওয়েট তৃণমূল প্রার্থীর, নিয়ে আসা হল কলকাতায়

করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হেভিওয়েট তৃণমূল প্রার্থীর, নিয়ে আসা হল কলকাতায়

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 8 দফা বিধানসভা নির্বাচন আজকে শেষ হয়ে গেল বাংলায়। কিন্তু নির্বাচন শেষ হলেও করোনা কিন্তু এত তাড়াতাড়ি শেষ হচ্ছেনা। ক্রমাগত বাড়ছে রাজ্যজুড়ে করোনার সংক্রমণ। রেকর্ড হারে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধু সাধারণ মানুষ নয়, করোনা আক্রান্ত হয়েছেন ক্রমাগত একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজ্যের শাসক দল তৃণমূলের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে।

তৃণমূলের বেশ কয়েকজন নেতা ইতিমধ্যেই করোনায় ভুগে মারা গিয়েছেন। আর এবার নতুন করে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে পৌঁছালেন মানিকচকের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। বেশ কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। এমনকি ভোটের প্রচারপর্ব থেকেও তিনি দূরে ছিলেন। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় গত বৃহস্পতিবার মালদার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে গত শনিবার সেখান থেকে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। দুদিন বাড়িতে থাকার পর সোমবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতির আবার বনতি হতে শুরু করে। তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে সোজা মালদা থেকে নিয়ে আসা হয় কলকাতায় এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সেখানে তাঁর করোনার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। মালদা জেলায় করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

নিজের শারীরিক পরিস্থিতি বুঝে আগেভাগেই আগেভাগেই সাবধানতা অবলম্বন করেছিলেন তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। কিন্তু তাতেও তিনি রেহাই পাননি। আগামী 2 রা মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে চলেছে. এই তালিকায় থাকছেন মালদার মানিকচকের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। তাঁর ভাগ্য নির্ধারণ হবে সেদিন। কিন্তু এই মুহূর্তে তাঁর কাছে প্রাণ বাঁচানোটাই সবথেকে বেশী গুরুত্বপূর্ণ। আপাতত তিনি চিকিৎসায় কি রকম সাড়া দেন, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!