এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আক্রান্ত পরলোকগত তৃণমূল বিধায়কের স্ত্রী, পাশা দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী

করোনা আক্রান্ত পরলোকগত তৃণমূল বিধায়কের স্ত্রী, পাশা দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার যে দ্বিতীয় ঢেউ এসে ধাক্কা দিয়েছে, তাতে জনজীবন বিপর্যস্ত। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সেলিব্রিটিরাও এই রোগের হাত থেকে নিস্তার পাচ্ছেন না। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও করোনার মরণকামড় এড়াতে পারছেন না। এ রাজ্যেও করোনা পরিস্থিতি অত্যন্ত মারাত্মক রূপে দেখা দিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই আমজনতার পাশাপাশি একের পর এক বিখ্যাত ব্যক্তিত্ব হাসপাতালের বেডে। করোনার হাত থেকে নিস্তার পেলেননা বিধায়ক তথা অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। সংকটজনক অবস্থায় বেসরকারী হাসপাতাল তিনি ভর্তি হয়েছেন।

এই পরিস্থিতিতে পাল পরিবারের পাশে দাঁড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। হাজার ব্যস্ততার মাঝেও তাপস পালের পরিবারের সদস্যদের দেখভাল করছেন তিনি বলে জানা গিয়েছে। নিয়মিত ফোন করেও খোঁজ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন আরেক তারকা সুদীপা চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মঙ্গলবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা সংক্রমণ ছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর অর্থাৎ তিনি কো-মর্বিডিটির অধীনে পড়েন বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে পাল পরিবার সূত্রে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নন্দিনীর রক্তে সুগারের মাত্রা ওঠানামা করছে। পরিস্থিতি সামাল দিতে চলছে প্লাজমা থেরাপি। তাপস ও নন্দিনীর কন্যা সোহিনী পাল ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবদান অনস্বীকার্য। তৃণমূল নেত্রীর আচরণের প্রশংসা করেছেন আরেক টেলি অভিনেত্রী সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। এই নিয়ে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে সকলের জ্ঞাতার্থে জানিয়েছেন, এটি কোন রাজনৈতিক পোস্ট নয়।

রাজ্যজুড়ে যেভাবে করোনার আঘাত নেমে এসেছে, তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাজ্যের সরকারকে। একদিকে চলছে রাজ্যে নির্বাচন, অন্যদিকে করোনা- এই দুইয়ের আঘাতে রীতিমতো জর্জরিত রাজ্যবাসী। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে তাতেও যে খুব একটা সুবিধা হচ্ছে, তা কিন্তু বলা যাচ্ছেনা। আপাতত নন্দিনী পালের শারীরিক অবস্থা কেমন থাকে, সেদিকে কড়া নজরদারি চালাচ্ছেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!