এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবারও করোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গের দুই প্রভাবশালী তৃণমূল নেতা, দুশ্চিন্তা বাড়ছে শাসকশিবিরে

এবারও করোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গের দুই প্রভাবশালী তৃণমূল নেতা, দুশ্চিন্তা বাড়ছে শাসকশিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –যত দিন যাচ্ছে, ততই বাড়ছে করোনা ভাইরাসের দাপট। সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে হেভিওয়েট জনপ্রতিনিধি, কেউই এই করোনা ভাইরাসের হাত থেকে ছাড়া পাচ্ছেন না। বর্তমানে আলিপুরদুয়ার জেলায় করোনা ভাইরাসের সংক্রমণে বাড়তে শুরু করেছে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের আশিস দত্ত। এছাড়াও আক্রান্ত হয়েছেন মাল পৌরসভার বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহা।

স্বাভাবিকভাবেই দুই হেভিওয়েট নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে। বস্তুত, গত 24 ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 48 জন ব্যক্তি। সব মিলিয়ে রবিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 395 জন। তবে এই আক্রান্তদের মধ্যে 221 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে 172 জন এর চিকিৎসা চলছে। এমতাবস্তায় আলিপুরদুয়ার পৌরসভার বিদায় বোর্ডের চেয়ারম্যান আশিস দত্ত এবং মাল পুরসভার বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু আশিস বাবুই নয়, তার নাতনীর টেস্ট করতেও করোনা পজেটিভ রিপোর্ট চলে আসে। স্বাভাবিকভাবেই চিকিৎসকদের পরামর্শে এখন তারা হোম আইসোলেশনে রয়েছেন। এদিন এই প্রসঙ্গে আশিস দত্ত বলেন, “আমার ও নাতনির সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আশায় চিকিৎসকদের পরামর্শে বাড়িতে আছি। চিকিৎসকদের পরামর্শ মত চলছি।” এদিকে বর্তমানে মাল পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহার করোনা পজেটিভ রিপোর্ট আসতেই তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

একাংশের মতে, দ্রুত পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। যেভাবে করোনা ভয়াবহ আকার নিচ্ছে তাতে সাধারণ মানুষ তো দূরের কথা, সুশ্চিদ্র নিরাপত্তা বলয়ে থেকেও হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধিরা রক্ষা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করেছে। যেভাবে দুই নেতা এই ভাইরাসে আক্রান্ত হলেন, তাতে নতুন করে উত্তরবঙ্গে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করল। এখন দ্রুত যাতে সুস্থ হয়ে ওঠেন এই দুই তৃণমূল নেতা, তার জন্য প্রার্থনা শুরু করেছেন তাদের অনুগামীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!