এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আক্রান্ত বিজেপি নেত্রীর পাশে দাঁড়ালেন বামপন্থী যুবকেরা, সাধুবাদ জানালেন শহরবাসী

করোনা আক্রান্ত বিজেপি নেত্রীর পাশে দাঁড়ালেন বামপন্থী যুবকেরা, সাধুবাদ জানালেন শহরবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছর যখন তীব্র ভাবে ছড়িয়ে পড়েছিল করোনার সংক্রমণ সে সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা। এবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রেড ভলান্টিয়ার্স এর সদস্যরা। করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, তাদের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেবার মত দুরহ কাজে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও লিপ্ত হয়েছেন রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা। এবার জলপাইগুড়ি জেলাতে আক্রান্ত বিজেপি নেত্রীর পাশে দাঁড়ালেন জেলার রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা।

জলপাইগুড়ি জেলাতে রেড ভলেন্টিয়ার্স এর সদস্যদের সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াতে বারবার দেখা গেছে। বেশ কিছু স্থানে স্যানিটাইজ করার কাজে তাঁরা সাহায্য করেছেন। আবার করোনা আক্রান্ত মানুষদের কাছে তাঁরা খাবার পৌঁছে দিয়েছেন। অনেক সময় করোনা আক্রান্ত মানুষদের বাড়িতে প্রয়োজনীয় ওষুধপত্রও তাঁদের পৌঁছে দিতে দেখা গেছে । গতকাল করোনা আক্রান্ত বিজেপি নেত্রীর পাশে দাঁড়ালেন রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা। করোনা আক্রান্ত জলপাইগুড়ি জেলা বিজেপির মহিলা মোর্চার নেত্রী এ প্রসঙ্গে জানালেন, তিনি যেখানে থাকেন। সেখানে সকলে সকলকে সাহায্য করে থাকেন। কেউ রাজনীতি দেখে এসব করেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বিজেপির পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি। জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী এখনো এ বিষয়ে নিরব। এ প্রসঙ্গে ডিওয়াইএফআইয়ের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য দীপশুভ্র সান্যাল জানালেন যে, বিজেপি নেত্রী করোনা আক্রান্ত হয়েছেন, এটা কোন পরিচয় নয়, তিনি একজন করোনা আক্রান্ত মানুষ, এই মুহূর্তে তাঁর সাহায্যের প্রয়োজন আছে। সেটাই হলো বড় কথা।

গতকাল জেলার পুরাতন পুলিশ লাইনের বাসিন্দা এই বিজেপি নেত্রী অসুস্থ হয়ে পাড়ার এক যুবকের কাছে সাহায্য চেয়ে ছিলেন। তিনি হলেন সিপিএম কর্মী। এরপর তিনি রেড ভলেন্টিয়ার্স এর সদস্যদেরকে ডেকে এনেছিলেন। তাদের সাহায্য নিতে কোনো আপত্তি করেননি বিজেপি নেত্রী। রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা তাঁকে নার্সিং হোমে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। তবে, তাঁর দলের কর্মীরা কোথায় রয়েছেন? এর উত্তরে তিনি শুধু জানিয়েছেন, কাউকে তিনি দেখেননি।

করোনা সংক্রমণ কালে রেড ভলেন্টিয়ার্স দলের সদস্যদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়ছে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৮২ জন, ৯ জনের মৃত্যু ঘটেছে এই জেলায় গত ২৪ ঘন্টায়। প্রায় ৪ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন জলপাইগুড়ি জেলাতে এই সময়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!