এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আক্রান্ত হলেন এই অভিনেতা, দুশ্চিন্তা জগতে

করোনা আক্রান্ত হলেন এই অভিনেতা, দুশ্চিন্তা জগতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিনোদন জগতে আবার হানা দিল করোনা। সম্প্রতি করোনা আক্রান্ত হলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। গতকাল রবিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। নিজের করোনা সংক্রমনের কথা জানার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা সকলকে জানালেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

সম্প্রতি দেশের মোট করোনা সংক্রমণ ১ কোটির গণ্ডি অতিক্রম করেছে। অন্যদিকে রাজ্যের মোট করোনা সংক্রমণ অতিক্রম করেছে ৫ লক্ষ ৩৫ হাজারের গন্ডি। যার মধ্যে করোনায় মৃত্যু ঘটেছে ৯৩০০ এর বেশি মানুষের। বিনোদন জগতে ইতিপূর্বে করোনা বেশ কয়েকবার তার থাবা বিস্তার করেছে। বহু অভিনেতা, অভিনেত্রী, অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত অন্যান্য মানুষেরা করোনা সংক্রামিত হয়েছেন। তবে, তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন অভিনয় জগতে।

নিজের করোনা সংক্রমনের কথা অভিনেতা আবীর চট্টোপাধ্যায় টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন। যেখানে তিনি লিখেছেন যে, আবার একবার প্রমাণিত হলো যে, জীবনে কোন কিছুই নিশ্চিত নয়। তিনি জানিয়েছেন যে, তিনি যে প্রযোজনা সংস্থা ও যে টিমের সঙ্গে কাজ করছিলেন, তারা সমস্ত রকম সুরক্ষা বিধি মেনেই কাজ করেছিল। তিনি ও তাঁর টিম সমস্ত রকম সুরক্ষা বিধি মেনেছিলেন। কিন্তু এর পরও তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন যে, তিনি করোনা সংক্রামিত হলেও, তিনি মোটামুটি সুস্থই আছেন। তেমন কোন সমস্যা তাঁর নেই। শুধু মাত্র স্বাদ ও গন্ধের অনুমতি পাচ্ছেন না তিনি। করোনা সংক্রমনের কারণে আইসোলেশনে আছেন তিনি। তিনি জানিয়েছেন যে, তাঁর পরিবারের সকলকে তিনি দ্রুত করোনা টেস্ট করাবেন। সকলে যেন নিরাপদ থাকে, তাঁর প্রার্থনা করলেন তিনি।

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, কিছুদিন ধরে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেবার অনুরোধ জানিয়েছেন তিনি। তাদের সুরক্ষার জন্যই তাদেরকে করোনা টেস্ট করে নেবার নিদান নিয়েছেন তিনি। সেই সঙ্গে ভালোবাসা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সম্প্রতি, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের ‘সুইজারল্যান্ড’ ছবিটি মুক্তি পেল। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন অভিনেতার বহু সহকর্মী ও তাঁর অনুরাগী মানুষেরা। সকলের প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন অভিনয় জগতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!