এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আক্রান্ত হয়েও নিয়ম ভেঙে অনেকের সঙ্গে দেখা করেছেন মন্ত্রী। উঠে এলো চাঞ্চ্যল্যকর খবর

করোনা আক্রান্ত হয়েও নিয়ম ভেঙে অনেকের সঙ্গে দেখা করেছেন মন্ত্রী। উঠে এলো চাঞ্চ্যল্যকর খবর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের টিকার ট্রায়াল ডোজ নেওয়ার পরেও গতকাল করোনা আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। করোনা আক্রান্ত হবার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু অভিযোগ উঠেছে যে, করোনা আক্রান্ত হবার পরেও নিয়ম ভেঙ্গে বহু মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন। বিষয়টি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর, তার জবাবে ৬৭ বছর বয়স্ক হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানালেন যে, তিনি কোন নিয়ম ভাঙেন নি।

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ টুইট করে জানিয়েছেন যে, সবার সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন বলে যে খবর বেরিয়েছে। তা ঠিক নয়। তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসার আধঘণ্টার মধ্যে তাঁকে আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতাল ভর্তি করা হয়েছে। কোভিড প্রটোকল কোনোভাবেই তিনি ভাঙ্গেন নি।
প্রসঙ্গত ভারত বায়োটেকের করোনা টিকার ট্রায়াল ডোজ নেওয়ার পরেও গতকাল শনিবার করোনা আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

গতকাল তিনি করোনা আক্রান্ত হওয়ার পর ট্যুইট করে জানিয়েছেন যে, তিনি করোণা আক্রান্ত হয়েছেন। তাকে আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের সকলকেই তিনি করোনা টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কোভ্যাক্সিনের টিকা নেবার পরেও তাঁর করোনা আক্রান্ত হওয়ায় কোভ্যাক্সিনের টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আপনার মতামত জানান -

তবে এ প্রসঙ্গে গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে, করোনার প্রতিষেধক হিসেবে কোভ্যাক্সিনের রয়েছে দুটি ডোজ। তবে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ একটি ডোজই নিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী প্রথম ডোজ নেবার ২৮ দিনের মাথায় এর দ্বিতীয় ডোজ নিতে হবে। সেই ডোজ দেয়ার ১৪ দিন পর তা শরীরে কাজ করতে শুরু করবে। অর্থাৎ, ডোজের মোট সময়সীমা হলো ৪২ দিন।

কিন্তু হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ তা করেন নি। গত ২০ সে নভেম্বর তিনি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের টিকা নিয়েছিলেন হরিয়ানার প্রথম ব্যক্তি হিসেবে। টিকা নেবার আগের দিন অর্থাৎ গত ১৯ সে নভেম্বর টুইট করে তিনি জানিয়েছিলেন যে, পরদিন বেলা এগারোটার সময় আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভারত বায়োটেকের করোনাভাইরাসের টিকার ট্রায়াল ডোজ নেবেন তিনি। পিজিআই রোহতক ও স্বাস্থ্য দফতরের চিকিত্‍সকদের যৌথ ব্যবস্থায় এই টিকার ট্রায়াল চলবে। এরপর গত ২০ সে নভেম্বর তাঁর টিকার ট্রায়ালে অংশগ্রহণ করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!