এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আক্রান্ত মন্ত্রীকে ফোন মমতার, কেমন রয়েছেন গৌতম?

করোনা আক্রান্ত মন্ত্রীকে ফোন মমতার, কেমন রয়েছেন গৌতম?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস নিয়ে রাজনৈতিক মহলে চিন্তা নতুন কিছু নয়। প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে। আর এবার ভয়াবহ এই রোগে আক্রান্ত হলেন রাজ্যে পর্যটন মন্ত্রী গৌতম দেব। আর রাজ্যের হেভিওয়েট মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই ফোন করে তার খোঁজ-খবর নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এদিন মাটিগাড়ার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রীকে।

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে শ্বাসনালীতে সংক্রমণ হলেও অক্সিজেন দেওয়ার কোনো রকম প্রয়োজন এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। স্বভাবতই এই ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই গৌতমবাবুর অনুগামীরা তার সুস্থতা কামনা করে নানা জায়গায় প্রার্থনা করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় রাজ্যের পর্যটনমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য নানা পোস্ট করা হচ্ছে। আর এরই মাঝে ফোন করে নিজের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য গৌতম দেবের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, শনিবার ফোন করে মন্ত্রীর খোঁজ নিয়েছেন শিলিগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। তবে দ্রুত যাতে তিনি কাজে ফিরতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন গৌতম দেব। তিনি বলেন, “দ্রুত সুস্থ হয়ে মানুষের কাছে ফিরতে চাই।” তবে গৌতম দেব করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সাথে সাথেই নানা মহলে আশঙ্কার মেঘ ঘনীভূত হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা চারদিন আগেই বাগডোগরায় রাজ্যের এই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরপর কলকাতায় যান তিনি। শুক্রবার কলকাতা থেকে ফিরে ফাঁসিদেওয়ায় ঘোষপুকুরে তৃণমূলের একটি সভায় উপস্থিত গৌতম দেব। তাই এই সংক্রমণ অন্য কারও হয়েছে কিনা, তা নিয়ে কিছুটা হলেও চিন্তার মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। ইতিমধ্যেই গৌতম দেবের বাসভবন জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী গৌতম দেবের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পর গৌতমবাবু বলেন, “শরীর একটু দুর্বল লাগছে। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। খোঁজ নিলেন। চিকিৎসার যাতে কোনো সমস্যা না হয়, নিজেই বলে দিয়েছেন।” বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার পর থেকেই সকলকে সচেতন করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনসংযোগ প্রক্রিয়ায় মেতে যাওয়ায় চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছিল।

ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের দুই গুরুত্বপূর্ণ বিধায়ক এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। অনেক মন্ত্রীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়েও উঠেছেন। আর এবার সেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সব মিলিয়ে কত দ্রুত সুস্থ হয়ে সক্রিয় জীবনে ফিরে আসেন গৌতমবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!