এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আক্রান্ত হেভিওয়েট নেতার সঙ্গে বৈঠকের পরেই অসুস্থ হয়ে হাসপাতালে মুকুল! বাড়ছে চিন্তা

করোনা আক্রান্ত হেভিওয়েট নেতার সঙ্গে বৈঠকের পরেই অসুস্থ হয়ে হাসপাতালে মুকুল! বাড়ছে চিন্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেকে রসিকতা করে বলছেন, সাধারণ মানুষকে টার্গেট করার পর এবার করোনা ভাইরাস টার্গেট করেছে রাজনীতিবিদদের। ইতিমধ্যেই রাজ্যের একাধিক মন্ত্রী থেকে বিধায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই শিলিগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য আক্রান্ত হন করোনা ভাইরাসে। আর এবার সিপিএম নেতা মুকুল সেনগুপ্ত অসুস্থ হয়ে পড়লেন।

সূত্রের খবর, শুক্রবার মুকুলবাবুকে শিলিগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। আর হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়া নিয়ে এখন রীতিমত চিন্তা তৈরি হয়েছে সিপিএমের অন্দরমহলে। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত অশোক রঞ্জন ভট্টাচার্যের সংস্পর্শে এসেছিলেন সিপিএম নেতা মুকুল সেনগুপ্ত। তাই তাকেও এখন করোনা টেস্ট করা হতে পারে। আর তার টেস্টের পর সেই রিপোর্ট কি আসে, তার দিকেই এখন নজর রয়েছে সকলের।

একের পর এক হেভিওয়েট নেতারা অসুস্থ হয়ে যাওয়ায় চিন্তা বাড়ছে রাজ্যে। এদিন এই প্রসঙ্গে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, “অসুস্থ বোধ করায় মুকুলকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।” কিন্তু এখন কেমন আছেন শিলিগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক রঞ্জন ভট্টাচার্য?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জীবেশবাবু বলেন, “অশোকবাবু ও চিকিৎসকদের সঙ্গে এদিন কথা হয়েছে। শারীরিকভাবে দুর্বলতা থাকলেও তার অবস্থা স্থিতিশীল। তিনি খাওয়া-দাওয়া করেছেন। রাতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে টেলি কনফারেন্সে এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।” অনেকে বলছেন, সম্প্রতি লকডাউন পরিস্থিতি কিছুটা হলেও শিথিল হয়েছে। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসছেন। যার ফলে সংক্রমণ বাড়ছে।

আর এমতাবস্থায় জনপ্রতিনিধিরা সেই সমস্ত দিক দেখভাল করায় তাদের শরীরে অনেক ক্ষেত্রেই এই ভাইরাস বাসা বাধতে শুরু করেছে। তাই রাজ্যের একাধিক মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এখন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে অশোক রঞ্জন ভট্টাচার্যের সংস্পর্শে আসা মুকুল সেনগুপ্ত এবার অসুস্থতা বোধ করায় তার শরীরেও করোনা ভাইরাস আছে কিনা, তা নিয়ে চিন্তা বাড়ছে সকলের। এখন মুকুলবাবুর শরীরে করোনা ভাইরাস থাকা নিয়ে কি রিপোর্ট আসে, তার দিকেই নজর বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!