করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, বেশি বয়স হওয়ায় উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে! রাজনীতি October 15, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- যত দিন যাচ্ছে করোনা পরিস্থিতি আরও জোরদার থাবা বসাচ্ছে দেশে। নতুন নতুন আক্রান্তের রেকর্ড গড়ছে প্রতিদিন। তবে সেই কারণে দেশ কল্যাণের কাজ ফেলে বাড়িতে বসে থাকতে রাজি নন জন নেতা নেত্রীরা। আর তাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই মানুষের স্বার্থে কাজ করে চলেছেন তাঁরা। সেইসঙ্গে সামনে রয়েছে একুশের ভোট। এবার সেই ভোটের প্রচারও চলছে জোড় কদমে। তবে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেক নেতা মন্ত্রী। সম্প্রতি সেই তালিকায় উঠে এসেছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়াম সিংহ যাদবের নাম। আর যা নিয়ে তাঁর পার্টিতে উত্তেজনা তৈরী হয়েছে বলে জানা গেছে। বস্তুত, কিছুদিন আগেই হাসপাতলে ভর্তি হতে শোনা গেছিল তাঁকে। সেই সঙ্গে, তথ্যসূত্র জানা গিয়েছিল মুত্রনালীতে সংক্রামনের চিকিৎসার কারণেই নাকি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যদিও সে সময় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু পরে সম্প্রতি তাঁর রিপোর্ট পজিটিভ আসায় চিন্তা বেড়েছে রাজনৈতিক মহলে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সংসদের বাদল অধিবেশনেও তাঁকে অংশ নিতে দেখা গিয়েছিল। ১৪ই সেপ্টেম্বর অধিবেশন শুরুর দিকে অসুস্থ শরীরে হুইলচেয়ারে করেই তাঁকে নিয়ে আসা হয়েছিল সংসদ ভবনে। তবে এরপর জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। সমাজবাদী পার্টির তরফ থেকে টুইট করে তাঁর এই অসুস্থতার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁর স্ত্রী সাধনা গুপ্তাও করোনা পজিটিভ বলে জানা গেছে। বস্তুত মুলায়ম সিং যাদবের বয়েস আশির কোঠায় হওয়ায় উদ্বেগ রয়েছে চিকিৎসক এবং পরিবার মহলে। মইনপুর কেন্দ্রের নির্বাচিত এই জন প্রতিনিধি একাধিক সময়ে সমাজবাদী পার্টি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে টানা নিজের দায়িত্ব পালন করে গেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর ছেলে অখিলেশ যাদবও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার আগে পর্যন্ত অখিলেশই ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯০ সালের নভেম্বরে ভিপি সিং জাতীয় সরকার ভেঙে যাওয়ার পরে তিনি যাদব চন্দ্র শেখরের জনতা দলে যোগ দিয়েছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি তাঁর নিজস্ব সমাজবাদী পার্টি তথা সমাজতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আপনার মতামত জানান -