এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > করোনা আক্রান্ত শুভেন্দু অধিকারী, জেনে নিন

করোনা আক্রান্ত শুভেন্দু অধিকারী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত। সম্প্রতি এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজারের গণ্ডি অতিক্রম করেছে করোণায় মোট মৃত্যুর সংখ্যাও ৪৫০০ এর গন্ডি অতিক্রম করেছে। করোনা মুক্তির পরিমাণ পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু লাগাম পরানো যাচ্ছেনা এর সংক্রমণে। করোনার থাবা থেকে সাধারণ মানুষ যেমন রেহাই পাচ্ছে না, তেমনি এর জালে জড়িয়ে পড়ছেন সমাজের মান্যি-গন্যিরাও। রাজ্যের শাসক দল ও বিরোধীদলের বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে পুনরায় যোগ দিয়েছেন রাজনীতির অঙ্গনে, তবে করোনায় প্রাণ হারাতেও দেখা গেছে তাঁদের মধ্যে কয়েকজনকে। সম্প্রতি করোনায় আক্রান্ত হলেন শাসক দল তৃণমূলের জনৈক দাপুটে নেতা তথা রাজ্য সরকারের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এলো।

প্রসঙ্গত, করোনা আক্রান্তের সময় থেকে শাসকদলের যে সমস্ত নেতৃবর্গ সম্মুখভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুমাত্র করোনাই নয়, আম্ফান ঝড়ের পড়েও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। করোনা আক্রান্ত তথা বিপদগ্রস্থ পূর্ব মেদিনীপুর শহরের বহু মানুষকে তিনি ক্রমাগত যেমন সাহায্য করেছেন, তেমনি এই জেলায় আম্ফান ঝড়ে দুর্গত মানুষের পাশেও এসে দাঁড়িয়েছেন তিনি। ঝড়ের পর জেলার ত্রাণ ও উদ্ধারের কাজকর্ম নিজে দাঁড়িয়ে থেকে তিনি পরিদর্শন করেছিলেন। আর এর সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের পরিবহন ও সেচ দপ্তরের কাজও তিনি তৎপরতার সঙ্গে করে এসেছেন।

সমস্ত রকম স্বাস্থবিধি, সর্তকতা, সামাজিক দূরত্ব পরিপূর্ণভাবে পালন করি তিনি মানুষের সেবা কার্যে এগিয়ে এসেছিলেন। কিন্তু করোনার আক্রমণ থেকে রেহাই পায়নি তাঁর একান্নবর্তী পরিবার। সর্বপ্রথম শুভেন্দু বাবুর ভাইপো করোনা আক্রান্ত হলেন। তারপর করোণা আক্রান্ত হলেন শুভেন্দু বাবুর বড় ভাই। সম্প্রতি শুভেন্দু বাবুর মা গায়ত্রী দেবীর শরীরেও করোনার সংক্রমণ পাওয়া গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শুভেন্দু বাবুর মা গায়ত্রী দেবীকে অল্প কিছুদিন আগেই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেসময় তাঁর একটি অপারেশনও হয়েছিল। অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি ফেরার পরই তিনি করোনা আক্রান্ত হন। করোণা আক্রান্তের কারণে গতকাল বৃহস্পতিবার রাতে পুনরায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

অন্যদিকে শুভেন্দু বাবুর বাবা শিশির অধিকারী যিনি কাঁথি লোকসভার সাংসদ আবার প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, সম্প্রতি তাঁর বয়স ৭৯ ছুঁইছুঁই। এ কারণেই তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। কারণ বয়সের কারণেই করোণার ঝুঁকি তাঁর যথেষ্ট বেশি।

প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার দুপুরে শুভেন্দু বাবুর অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর আরটি-পিসিআর টেস্ট বা সোয়াব টেস্ট করানো হলে তার রিপোর্টও পজিটিভ আসে। তবে পরিবহন ও সেচ মন্ত্রীর শরীরে করোনার উপসর্গ সম্প্রতি তেমন একটা নেই। এই কারণে আপাতত তিনি বাড়িতে থেকেই করোনার চিকিৎসা করাবেন বলে জানা গেছে। আজ শুক্রবার চিকিৎসার বিষয়ে একাধিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিজের চেকআপ তিনি করিয়ে নিতে পারেন বলে সূত্রে জানা যাচ্ছে। পরিবহন ও সেচ মন্ত্রী দ্রুত করোনা মুক্ত হয়ে পুনরায় রাজনীতি ও সমাজসেবার অঙ্গনে পদচারণা করুন এমনটাই প্রার্থনা সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!