এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আক্রান্ত তৃণমূলের উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা! ক্রমশ আশঙ্কার কালোছায়া তৃণমূল পরিবারে

করোনা আক্রান্ত তৃণমূলের উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা! ক্রমশ আশঙ্কার কালোছায়া তৃণমূল পরিবারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত ভাবে বেড়েই চলেছে। উত্তর থেকে দক্ষিণ সমস্ত বাংলা জুড়ে চলছে করোনার মহা তান্ডব। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।গত ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৪৫৮ জন। মোট আক্রান্তের মধ্যে ২১৬৫ জন ইতিমধ্যেই করোনা মুক্ত হয়েছেন। তবে আশঙ্কার বিষয় এটাই, রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী এই জেলার মোট ২২ জনের মৃত্যু হয়েছে করোনাতে।

যদিও জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, করোণায় মৃতদের অধিকাংশই কোন না কোন রোগে জর্জরিত ছিলেন। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে, বর্তমানে যাদের করোনা চিকিৎসা চলছে, তাঁদের অধিকাংশই চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনো পর্যন্ত জেলাতে প্রায় ৩০০ করোনা চিকিৎসা চলছে। তাদের মধ্যে বেশকিছু মানুষ বাড়িতে থেকেই করোনার চিকিৎসা করাচ্ছেন, আর বাকিরা চিকিৎসা করাচ্ছেন রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে রায়গঞ্জ জেলার পুলিশ এসপি সুমিত কুমার করোনায় আক্রান্ত হয়েছিলেন। রায়গঞ্জ পৌরসভার জনৈক কাউন্সিলর ইতিপূর্বে করোণা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। জেলার বেশকিছু প্রশাসন ও পুরসভার কর্মকর্তারা ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। এবার করণায় আক্রান্ত হলেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান সেইসঙ্গে শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার।

করোনা সন্দেহে চলতি মাসের ৩ তারিখ তিনি নিজের করোনা পরীক্ষা করিয়েছিলেন। ৪ তারিখ তাঁর করোনার রিপোর্ট আসে। এই রিপোর্টে দেখা যায় যে, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হোম আইসোলেশন চলে যান। পরিবারের সদস্য ও সাধারণ জনগণের কথা চিন্তা করেই তিনি আইসোলেশনে আছেন। তবে তাঁর শরীরে করোনার তেমন কোন উপসর্গ এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। প্রসঙ্গত করোনার সংক্রমণের প্রথম দিকে দেশজুড়ে কড়া লকডাউন এর সময় অরিন্দম সরকার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ ঘুরে ঘুরে দুর্গত মানুষদের ত্রাণ বিলি করেছিলেন।

করোণা সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে করোণা সম্পর্কিত সমস্ত সরকারি নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। সামাজিক দূরত্ব বিধি পালন, মাস্কের ব্যবহার, বারবার হাত সাবান দিয়ে ধোয়া ও স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!