এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা, আমফান আর পর ফের বড়সড় ধাক্কা মমতার, করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেই কলকাতা, অস্বস্তি তুঙ্গে

করোনা, আমফান আর পর ফের বড়সড় ধাক্কা মমতার, করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেই কলকাতা, অস্বস্তি তুঙ্গে


করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের ৪ শহরকে মডেল ঘোষণা করল কেন্দ্র। নেই কলকাতা ফের অস্বতি বাড়লো মমতা সরকারের। করোনা তো ছিল এখনো তা কমার কোনো লক্ষ্য নেই। কারন নিয়ে প্রথম থেকেই তৃণমূলের দাবি ছিল নেত্রী একই কোরোনাকে আটকে দিয়েছেন ফলে করোনা মোকাবিলায় রাজ্য শীর্ষে। কিন্তু যতদিন গেছে পরিষ্কার হয়েছে ছবিটা তৃণমূলের দাবিকে ভুল প্রমান করে ফের রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও প্রথম থেকেই বিরোধীদের একাধিক অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। কিন্তু তবুও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে রাজ্য খুব ভালো কাজ করছে করোনা মোকাবিলায়।

এর পর আসে আমফান , যার জেরে তোলপাড় হয়ে যায় রাজ্য। লন্ডভন্ড অবস্থা। আবহাওয়া দপ্তর আগে থেকেই সাবধান করেছিল এর ভয়ঙ্কর রূপ নিয়ে তার জেরে প্রশাসনের তরফ থেকেও দাবি করা হয়েছিল যে তারা প্রস্তুত তবে আমফান মেটার পরে আবার শুরু বিতর্ক। মানুষজন জল, বিদ্যুৎ পাচ্ছেন না, পাচ্ছেন না সামান্যতম পরিষেবাও আর যার জেরে এই করোনা আতঙ্ককে পাশে সরিয়ে রেখে রাস্তায় নেমেছেন মানুষজন। জনতা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাচ্ছে সরকারের বিরুদ্ধে যার ফলে চাপ তো ছিলই এবার এর মধ্যেই ফের বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের ৪ শহরকে মডেল ঘোষণা করল কেন্দ্র। নেই কলকাতা ফলে বিশেষজ্ঞদের মতে, এর ফলে অস্বতি বাড়লো মমতা সরকারের, বিরোধীরা পেলো বড়সড় সুযোগ।

জানা যাচ্ছে দেশের ৪ শহরকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে মডেল ঘোষণা করল কেন্দ্র। শহরগুলি হল জয়পুর, ইন্দোর, চেন্নাই এবং বেঙ্গালুরু।আর এর মধ্যে দুটি রাজ্য হলো বিজেপি শাসিত। অবশ্য এই শহরগুলি শুধুমাত্র করোনা মোকাবিলাতেই নয়, সাথেই থিতিয়ে পড়া অর্থনীতিকেও ফের চাঙ্গা করতে লেগেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কয়েকদিন ধরে কেন্দ্রের তরফ থেকে একটি সমীক্ষা করা হয় সেখানে কোন রাজ্য ,কোন শহর ভালো কাজ করেছে করোনা মোকাবিলায় , কোন রাজ্যের ও শহরের আক্রান্তের সংখ্যা কেমন? বেড়েছে না কমেছে, মৃত্যুর সংখ্যা কত। পাশাপাশি চিকিৎসা পরিষেবা বিভিন্ন দিক খতিয়ে ডেকে হয় আর সেই নিরিখেই জানা যাচ্ছে দেশের ৪ শহর জয়পুর, ইন্দোর, চেন্নাই এবং বেঙ্গালুরুকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে মডেল ঘোষণা করেছে কেন্দ্র।

এর মধ্যে বেশি সংখ্যক সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় জয়পুর ও ইন্দোর এবং মৃত্যুর সংখ্যা কম রাখতে পারায় চেন্নাই ও বেঙ্গালুরুকে নির্বাচিত করা হয়েছে।জানা হচ্ছে সারা দেশে যেখানে মৃত্যুর হার ৩ শতাংশের মতো, সেখানে চেন্নাই ও বেঙ্গালুরুতে মৃত্যুর হার ১ শতাংশের মতো।

প্রসঙ্গত, গত চব্বিশ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ২০৮ জন। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫। গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৬৬৭ জন। রবিবার রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৬।

 

আমফানের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের করোনার চোখরাঙানি বাংলায়, বাড়লো দাপট

এই নিয়েই ফের অস্বস্তি বাড়লো তৃণমূল সরকারের বলেই মত রাজনৈতিকমহলের। কেননা বার বার তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে নেত্রী সব বিষয়ে এগিয়ে আর এক্ষেত্রে আর তার রাজ্যের প্রাণ  কলকাতার নাম না থাকায় চিন্তা অবশ্যই বাড়ছে বই কমছে না বলে মনে করছেন রাজনৈতিকমহল।যদিও এই নিয়েই এখনো পর্যন্ত মুখ খোলেনি তৃণমূল সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!