এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা, আমফানের মাঝেও কৃষিবিজ্ঞানীদের বড়সড় আবিষ্কার, এবার নোনা জলেও হবে ধান ও মাছ চাষ, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা, আমফানের মাঝেও কৃষিবিজ্ঞানীদের বড়সড় আবিষ্কার, এবার নোনা জলেও হবে ধান ও মাছ চাষ, জানালেন মুখ্যমন্ত্রী


একের পর এক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে ভয়াবহ সাইক্লোন আমপান। এই দুইয়ে এখন বিপর্যস্থ বাংলা। অনেকক্ষেত্রেই ভয়াবহ দুর্যোগের ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে এই ব্যাপারে এবার খুশির খবর শোনা গেল। যেখানে কৃষিবিজ্ঞানীদের আবিষ্কার সামনে আসতেই কৃষকদের দুশ্চিন্তা কমবে বলে মনে করছে একাংশ।

সূত্রের খবর, বুধবার বিকেলে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা থেকেই উঠে আসে যে, নোনা জলে এবার এক নতুন প্রজাতির ধান ও মাছের চাষ হবে।

সূত্রের খবর, এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বুলবুলের সময় আমাকে প্রদীপ দা প্রথমে এই আইডিয়াটার কথা বলেছিলেন। কৃষি দপ্তরের বিজ্ঞানীরা গোসাবা একটি জায়গায় গবেষণা করেছিলেন। তারপর এটা আবিষ্কার হয়েছে। এটা আমাদের জন্য খুব ভালো খবর। নোনা জলে চাষ করা ধান থেকে যে চাল উৎপন্ন হবে, সেই ভাত হবে সাধারণ চালের ভাতের মতই।”

প্রসঙ্গত, কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার মুখ্যমন্ত্রীকে এই নতুন ধানের বীজ আবিষ্কার করার কথা জানিয়েছেন। যেখানে নোনা জলে চাষ করা যাবে বলে জানা গেছে। আর সেকথাই তুলে ধরে এদিন জেলা প্রশাসনকে বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যে সমস্ত জমিতে চাষের বারোটা বেজে গিয়েছে। সেসব জায়গায় চাষীদের এই বীজ দিতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মুখ্যমন্ত্রীর তরফে সেই বীজের নাম দেওয়া হয় নোনা স্বর্ণ এবং মাছের নাম দেওয়া হয় স্বর্ণ মৎস্য। এদিকে বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর ফোনে একটি মেসেজ আসায় তিনি বলেন, “আমায় একজন পরামর্শ দিলেন এই নোনা স্বর্ন আর নার নোনা মৎস্যের পেন্টেন্ট নিতে। তোমরা এটার পেন্টেন্ট নিয়ে নাও। দেরি করোনা। আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাছাড়া পেন্টেন্ট নিলে অনেক টাকাও পাওয়া যায়।”

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের কৃষি উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অভিনব কথা বলায় রাজ্যের কৃষকদের চিন্তা কিছুটা হলেও কমল। তবে কৃষি উপদেষ্টার বার্তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও, তা সত্যি সত্যিই কতটা কাজে দেয়, তার দিকেই এখন নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!