এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একে করোনা দুই আমফান এর মধ্যেই এবার এর দাপট শুরু হল রাজ্যে! ফের বাড়ছে আতঙ্ক!

একে করোনা দুই আমফান এর মধ্যেই এবার এর দাপট শুরু হল রাজ্যে! ফের বাড়ছে আতঙ্ক!


একদিকে করোনা, অন্যদিকে আমফান। দুই ভয়াবহ দুর্যোগ আটকাতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। কিন্তু এবার এই দুই ভয়াবহ শক্তির দাপটের মাঝেই নতুন আশঙ্কা তৈরি হল রাজ্যে। অনেকে বলছেন, পশ্চিমবঙ্গে এবার শনির নজর পড়েছে। আমফানের দাপটের মাঝেই এবার বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লে রাজ্যে। ইতিমধ্যেই রাজ্যের উত্তর 24 পরগনার বিভিন্ন অঞ্চলে ব্যাপক দাপট চালিয়েছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। সকলেই চিন্তায় রয়েছে। আর এমতাবস্থায় বাঘ ঢোকার আশঙ্কা তৈরি হল সুন্দরবনের জঙ্গল লাগোয়া অঞ্চলে।

বস্তুত, সম্প্রতি সুন্দরবনের বাঘের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার জন্য আগেভাগেই সতর্কর্তা নেওয়া হয়েছিল। বাঘ আটকানো জন্য বেড়া এবং জালের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের দাপটে খাঁচা থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে গিয়েছে। সব জায়গায় লোডশেডিং। তাই বাঘের খাঁচা ভেঙে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে সেই বাঘেদের দাপট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে নিজেদের জীবন বাঁচাতে এখন সুন্দরবনের মানুষ কোথায় যাবেন, কি করবেন, তা নিয়ে তীব্র আশঙ্কা গ্রাস করেছে তাদের। তবে পরিস্থিতি সামাল দিতে প্রথম থেকেই সরকারের কন্ট্রোল রুমে বসে নজরদারি চালিয়েছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “চারিদিকের অবস্থা খারাপ। কোনো জায়গার সঙ্গে টানা যোগাযোগ করা যাচ্ছে না। যতটুকু খবর এসেছে, তাতে প্রচুর ক্ষতি হয়েছে। কাউকে তাণ্ডব চলাকালীন অবস্থায় ধরে বেঁধে পাঠানো যায় না। যতজন কাজ করছিলেন, সকলকে আগে জীবন বাঁচাতে বলেছি। পরিস্থিতি শান্ত হলে সবটা খতিয়ে দেখা যাবে।”

বিশ্লেষকরা বলছেন, ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপটে যদি বাঘেরা তাদের আশ্রয় ছেড়ে বেরিয়ে আসে, তাহলে সহায়-সম্বলহীন মানুষদের ওপর সেই বাঘেদের দাপট এবং আক্রমণ শুরু হতে পারে। যার ফলে একদিকে আমপান এবং অন্যদিকে বাঘেদের দাপট, এই দুইয়ে কার্যত বিপর্যস্ত হয়ে যেতে পারে সুন্দরবন এলাকা। সব মিলিয়ে এখন আশঙ্কায় প্রহর গোনা ছাড়া কারোর কাছে কোনো অবশিষ্ট নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!