এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা-আমপানের দাপটে মানুষ দিশেহারা! দেখা নেই তৃণমূলের সেলিব্রিটি বিধায়কের! ক্ষোভে ফুঁসছে জনতা

করোনা-আমপানের দাপটে মানুষ দিশেহারা! দেখা নেই তৃণমূলের সেলিব্রিটি বিধায়কের! ক্ষোভে ফুঁসছে জনতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পরপর দু’বছর নির্বাচনের জিতেও এলাকায় দেখা পাওয়া যাচ্ছে না বিধায়কের। আর তা যে একুশের বিধানসভা নির্বাচনের আগে জেলা তৃণমূল নেতৃত্বকে যথেষ্ট অস্বস্তির মুখে ফেলছে, তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আর সেই নিয়েই এখন চলছে রাজনৈতিক অন্দরে তুমুল সমালোচনা। রাজ্যের মানুষ এবছর করোনার পাশাপাশি দেখে নিয়েছে আমফানের প্রবল দাপট। কিন্তু আমফানের দাপট তীব্রতর দেখেছে দক্ষিণ 24 পরগনায় মানুষ। খুব স্বাভাবিক ভাবেই মানুষ এইসময় রাজনৈতিক নেতা-নেত্রীদের পাশে চায়। আর তা না পেলেই মানুষের মনে জমতে থাকে তীব্র ক্ষোভ।

যা বর্তমানে দেবশ্রী রায়ের ক্ষেত্রে হচ্ছে। অভিনেত্রী দেবশ্রী রায় রায়দিঘির বিধায়ক হিসেবে পরিচিত। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছেনা। আর সে কারণেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গেলে ধেয়ে আসছে প্রশ্নবাণ। অন্যদিকে রায়দিঘি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মানুষের পাশে একনিষ্ঠ ভাবে দাঁড়াতে দেখা যাচ্ছে সিপিএমের দাপুটে প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলিকে। আর এর ফলেই এসে যাচ্ছে তুলনা। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে- ব্লক নেতৃত্ব, সাংসদ, জেলা পরিষদের মিলিত উদ্যোগে উন্নয়নের কাজ করা হচ্ছে এলাকায়।

কিন্তু বিধায়ক দেবশ্রী রায়ের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি কোনো রকম ফোনও ধরছেন না। নির্বাচনের পর কয়েক মাস রায়দিঘিতে দেবশ্রী রায়ের দেখা মিললেও তারপর থেকেই শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক তাঁকে ঘিরে। প্রথমেই শুরু হয়ে যায় বিধায়কের অনুগামী থাকা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যার ফলে উন্নয়নের কাজ ব্যাহত হয়। এরপর বিধায়কের বিরুদ্ধে ওঠে টোটো কেলেঙ্কারির অভিযোগ। জানা যায়, বিধায়ক দেবশ্রী রায় স্থানীয় যুবকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন টোটো কিনে দেওয়ার। কিন্তু তা আর পাওয়া যায়নি। অন্যদিকে, এলাকার বিরোধী শিবিরও বিধায়কের নামে কয়েক লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ এনে এলাকায় আন্দোলন শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বিধায়ক দাবি করেছিলেন, তিনি পুরোপুরি নির্দোষ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে একজন অভিযুক্ত ধরাও পড়েছিল। কিন্তু তারপর থেকেই রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায় হয়ে যান পুরোপুরি বেপাত্তা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব এই নিয়ে বৈঠকে বসেন এবং পরবর্তী নির্বাচনে দেবশ্রী রায়কে যে টিকিট দেওয়া হবেনা, সে ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে ব্লক নেতৃত্ব এবং সংসদ সদস্য কে। এ প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে আটজনের কোর কমিটি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেছে।

বিধায়কের না থাকার ক্ষোভ যাতে মানুষের মনে বিশেষ প্রভাব ফেলতে না পারে, সে ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়কে ইতিমধ্যেই বিজেপির অন্দরেও ঢুকতে দেখা যায়। এক সময় শোভন চ্যাটার্জীর সাথে তিনিও পৌঁছে গিয়েছিলেন বিজেপির ঘরে। যদিও তা নিয়ে জলঘোলা কম হয়নি। তবে পরবর্তীতে দেখা গেছে, বিতর্কের জেরে তিনি বিজেপিতে যাননি। তবে তার বিধায়ক হিসেবে অনুপস্থিতি কিন্তু রাজনৈতিক মহলে ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর। অন্যদিকে, জনগণের ক্ষোভ সামলে সেলিব্রিটি বিধায়কের অনুপস্থিতির দায়ভার কিভাবে সামলাবে তৃণমূল শিবির, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!