এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা আবহে গ্রাহকদের জন্য ঢেলে দিলেন মুকেশ আম্বানি, বড়সড় অফার জিও

করোনা আবহে গ্রাহকদের জন্য ঢেলে দিলেন মুকেশ আম্বানি, বড়সড় অফার জিও

করোনা আতঙ্কে জেরবার আমজনতা। বিশ্ব তথা ভারতের অন্যতম প্রথমসারির শিল্পপতি মুকেশ আম্বানি ইতিমধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পিএম ফান্ড এই দেন করেছেন কোটি কোটি টাকা ,করোনা হাসপাতাল গড়ে দিয়েছেন, তাছাড়া সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এবার তাঁর কোম্পানি জিও নিয়ে এলো একগুচ্ছ নতুন প্ল্যান। লোকডাউনে সাধারণ মানুষ গৃহবন্দী। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই তাই আপাতত মোবাইল ফোনেই দুনিয়াকে দেখছেন তাঁরা। তাছাড়া বিভিন্ন পেশার কর্মীরা ওয়ার্ক ফ্রম হোমের দিকে ঝুকেছে। যার ফলে হটাৎ করে বেড়েছে নেটের চাহিদা। সেই কারণেই নতুন একগুচ্ছ পালন নিয়ে হাজির আম্বানির কোম্পানি।

জানা যাচ্ছে , ২৩৯৯ টাকাতে নয়া প্রিপেড প্ল্যান জিও তরফে নিয়ে আসা হয়েছে। প্রতিদিন হাই স্পিডে ডেটা ব্যবহারের পাশপাশি এই প্ল্যানে থাকছে এক বছরের ভ্যালিডিটিও। ফলে আলাদা করে কয়েক মাস অন্তর নতুন করে রিচার্জ করার দরকার পরবে না। একবার ২৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করে নিলেই সারা বছরের জন্যে নিশ্চিন্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই এই প্ল্যানে থাকছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা। এখানেই শেষ নয়, গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে আনলিমিটেড কল এবং মেসেজ সহ একাধিক সুবিধা, অ্যাড অন প্ল্যানের সুবিধা ও থাকছে বলে জানা গেছে। এছাড়াও ১৫১, ২০১,২৫১ টাকার অ্যাড অন প্ল্যানও নিয়ে এসেছে জিও। ১৫১ টাকার প্ল্যানে ৩০ জিবি অতিরিক্ত ডেটা, ২০১ টাকার প্ল্যানে ৪০ জিবি অতিরিক্ত ডেটা এবং ২৫১ টাকা প্ল্যানে প্রায় ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।এই সকল অ্যাড অন প্ল্যানের আলাদা আলাদা ভ্যালিডিটিও রয়েছে। যদিও এর আগেও বিশ্বজুড়ে চলা করোনা মহামারীর মধ্যে গ্রাহকদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছিল জিও।

এদিকে এই পরিস্থিতিতে বাজার ধরতে নেমেছে সমস্ত মোবাইল পরিষেবা সংস্থাগুলি। নিত্যনতুন ডেটা প্ল্যান নিয়ে আসছে বাজারে।তবে নিত্য নতুন পালন এনে ভোডাফোন-এয়ারটেলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে জিও, আর এবার আরো এগিয়ে যাবে বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!