এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > অপেক্ষা আর কতদিন? কবে আবিষ্কৃত হবে করোনা ভ্যাকসিন?

অপেক্ষা আর কতদিন? কবে আবিষ্কৃত হবে করোনা ভ্যাকসিন?

করোনা ভাইরাস উদ্ভব হওয়ার সাথে সাথেই এর প্রতিষেধক আবিষ্কার করা নিয়ে তৈরি হয়েছিল তৎপরতা। এখনও পর্যন্ত বিশ্বের নানা দেশ হাড়মাস পরিশ্রম করে প্রতিষেধক আবিষ্কার করার পরিকল্পনা করলেও, বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে। প্রত্যেকের মনেই আশা তৈরি হচ্ছে, এই বুঝি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা হল।

তবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা নিয়ে নানা সংশয় তৈরি হলেও, এখন ভারত এই ভ্যাকসিন কবে আবিষ্কার করতে পারবে! তা প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে, ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ব্যাপারে গবেষণা শুরু হয়েছে। তবে করোনার প্রতিষেধক তৈরি করতে আরও 12 থেকে 18 মাস সময় লাগবে। আর এই বিপুল সময় তাহলে কি ভারতবাসীকে আবার গৃহবন্দী হয়ে থাকতে হবে! এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে সর্বত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি সেক্রেটারি বেনু স্বরুপ বলেন, “আপাতত সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল করোনার প্রতিষেধক তৈরি করা। ভারতের বহু সংস্থা বিদেশী সংস্থার সাহায্য নিয়ে কাজ করছে। এখন প্রাথমিক পর্যায়ের গবেষণা চলছে। পশুদের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। আশা করি, বছরের শেষের দিকে করোনা সম্পর্কে স্পষ্ট ধারণা ভারতীয় সংস্থাগুলির তৈরি হয়ে যাবে। আমাদের ধারণা, এই প্রতিষেধক বানাতে 12 থেকে 18 মাস সময় লাগবে।”

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। এখন সকলেরই চিন্তা, কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্যই প্রতিষেধক আবিষ্কার করাই সকলের কাছে মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এখন 12 থেকে 18 মাস সময় যদি এই করোনা প্রতিষেধক তৈরিতে লাগে, তাহলে কবে ভারতবর্ষ নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে বলতে পারবে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!