এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বিশ্বের মধ্যে করোনা আক্রান্ততে শীর্ষ পৌঁছালো এই দেশ! তীব্র আতঙ্ক গোটা বিশ্বে !

বিশ্বের মধ্যে করোনা আক্রান্ততে শীর্ষ পৌঁছালো এই দেশ! তীব্র আতঙ্ক গোটা বিশ্বে !

বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনা কার্যত মহামারির আকার নিয়েছিল, তখন সেভাবে এই তালিকায় নাম দেখা যায়নি সবথেকে ধনী দেশ আমেরিকার। চীন, ইতালি ইরান এমনকি ভারতবর্ষেও যখন এই করোনা ভয়াবহ আকার নিচ্ছে, তখন আমেরিকা নিজেদের নিরাপত্তায় রেখেছে বলে মনে করা হয়েছিল, তবে শেষ রক্ষা হল না।

যে আমেরিকা এতদিন করোনা আক্রান্ত হওয়ার ধারে কাছে ছিল না। এবার সেই আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যাও বিশ্বের মধ্যে একদম প্রথম স্থানে পৌঁছে গেল। সূত্রের খবর, এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে সম্পদশালী দেশ আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 85 হাজার 782 জন মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, গত এক সপ্তাহে আমেরিকায় এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 10 গুণের মত বৃদ্ধি পেয়েছে। তবে সংক্রমণকে আটকাতে ইতিমধ্যেই টাস্কফোর্স গঠন করা হলেও, পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে চিন্তা তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনের কপালে। তবে আমেরিকার কাছে এই বিপদজনক দিনেও খুশির খবর একটাই যে, বিশ্বের অন্যান্য দেশে যেভাবে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর শঙ্কা দেখা গেছে, সেদিক থেকে আমেরিকায় অতটা মৃত্যু হয়নি।

তবে আক্রান্তের সংখ্যা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অন্যান্য দেশগুলো থেকে আমেরিকা শীর্ষ স্থানে পৌঁছে গেছে। তাই বিশেষজ্ঞদের আশঙ্কা, আক্রান্তের সংখ্যা যত বাড়বে, ততই আতঙ্ক বাড়বে। এদিন এই প্রসঙ্গে আমেরিকার এই সংক্রমিত রোগের বিশেষজ্ঞ অ্যান্থনি ফোসে বলেন, “কতদিন এই মহামারী আমেরিকায় থাকবে, কতজন আক্রান্ত হবে বা কতজনের মৃত্যু হবে, তা কোনোভাবেই বলা সম্ভব না।” সব মিলিয়ে করোনার মত মারন ভাইরাস এবার বিশ্বের সম্পদশালী ধনী দেশকেও বাদ রাখল না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!