এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা আতঙ্কের মাঝেই চিকিৎসা পরিষেবা নিয়ে মন্ত্রী বনাম সাংসদের তরজা চরমে! জেনে নিন!

করোনা আতঙ্কের মাঝেই চিকিৎসা পরিষেবা নিয়ে মন্ত্রী বনাম সাংসদের তরজা চরমে! জেনে নিন!

করোনা আতঙ্ক ভারতবর্ষকে গ্রাস করে ফেলেছে। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে আক্রান্ত হওয়ার সংখ্যা। এখনও পর্যন্ত এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করার মত প্রতিষেধক পাওয়া যায়নি। এতদিন পর্যন্ত উত্তরবঙ্গে কোনো করোনা আক্রান্তের হদিস না মিললেও, শনিবার এই ব্যাপারে খবর প্রকাশিত হয়। যার পরেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাতে বাধা পড়ে যায়।

আর এই পরিস্থিতিতে সোমবার থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাল রিসার্চ সেন্টার এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ার কথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তবে গৌতম দেব এই কথা বললেও, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী এখন তরজা চরমে উঠেছে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাস সহ বিভিন্ন রোগের পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই ল্যাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু শেষ পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে সমস্ত কাজ আটকে রয়েছে। তবে সোমবার তা শুরু হওয়ার কথা শোনা যায়। আর এরপরই সেই ল্যাব গড়ে ওঠার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যুইট করে ধন্যবাদ জানান রাজু বিস্তা। আর দার্জিলিংয়ের বিজেপি সাংসদের এই উদ্যোগ নিয়েই এখন প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন তিনি বলেন, “2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে কয়েকটি ডিআরডিএল ল্যাব গড়ে তোলার কথা জানায়। রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। রাজ্যের উদ্যোগেই তা গড়ে তোলা হয়েছে।

কিন্তু সাংসদ সেসব না জেনেই নিজে কৃতিত্ব দাবি করছেন। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী সামনে থেকে লড়াই করছেন। আর উনি দিল্লীতে বসে রয়েছেন। এই সময় রাজনীতিকে দূরে সরিয়ে রাখা প্রয়োজন। সোমবার থেকে এই ল্যাব চালু হয়ে যাবে। তাই মানুষকে আর কলকাতায় ছুটতে হবে না।” আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব চালু নিয়ে করোনা ভাইরাসের মত রোগের প্রকোপ বাড়ার পরেও, যেভাবে তরজা সৃষ্টি হল তৃণমূল এবং বিজেপির মধ্যে, তা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাদের একটাই আবেদন, এই সময় অন্তত রাজনীতি ছেড়ে বেরিয়ে আসুন নেতা-নেত্রীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!